ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন।
কীভাবে আবেদন করতে পারবে :
যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। অফলাইন আবেদন পত্র পাঠাতে হবে তাদের দেওয়া ঠিকানায় এবং সেই একই আবেদন পত্র ইমেইল এড্রেস পাঠাতে হবে।
ইমেইল এড্রেস : vikas.sri@nic.in/ jha.sumit@gov.in
নিয়োগ প্রক্রিয়া : সিলেকশন কমিটির দ্বারা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পদের নাম : Director & Head of Institute
যোগ্যতা: i.) B.Tech. (Civil or Chemical) with M. Tech with specialization in Environmental
Engineering from recognised University/ Institution.
OR
M.Sc. (Chemistry or Environmental Science) with Ph.D. in Chemistry or Environmental
Science
ii.) Publications of papers/ policy documents/ special reports, three (3) at national level
and one (1) at international level; or six (6) at national level on drinking water quality.
iii.) Knowledge of GIS, RS and HGM maps and sound working knowledge on computer.
বয়সসীমা : বয়স হতে হবে 58 বছরের মধ্যে।
আবেদন জমা করার ঠিকানা : Under Secretary,
Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO
Complex, Lodhi Road, New Delhi – 110 003
আবেদন জমা করার শেষ তারিখ : 20-03-2022 তারিখ পর্যন্ত জমা করতে হবে
Official Notice : Download