JOB NEWS

খাদ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -Food Department Job

চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। বেকার যুবক যুবতীদের জন্য সরকারি চাকরির বিরাট সুযোগ। ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, খাদ্য দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন শূন্যপদ জানিয়ে দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে, ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে –


কীভাবে আবেদন করতে হবে :
যে সকল চাকরি প্রার্থী খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তারা
যোগ্য হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফলাইন আবেদন পত্র অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া হবে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে সবশেষে আবেদন পত্রটি ডাউনলোড করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে।

কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
পাসপোর্ট সাইজের ছবি
আধার বা ভোটার কার্ড
অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে খাদ্য দপ্তরের সিলেকশন কমিটি।
চাকরির স্থান : Delhi/NCR, Chennai, Mumbai,
Kolkata, Guwahati, Chandigarh, Shimla, Jaipur, Lucknow, J&K, Dehradun, Panchkula,
Bangalore, Amravati, Hyderabad, Ahmedabad, Raipur, Bhopal, Patna, Ranchi, Bhubaneshwar,
Shillong, Itanagar, Imphal, Dimapur ইত্যাদি।
কী কী শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তার আলোচনা :
1. AGM (CE)
শূন্যপদ সংখ্যা : 26 টি
যোগ্যতা: Degree in Civil Engineering or its equivalent
from a recognized University. এছাড়াও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 40,000- 1,40,000 টাকা

2. AGM (EM)
শূনপদ সংখ্যা : 25 টি
যোগ্যতা: Degree in Electrical Engineering/ Mechanical
Engineering or its equivalent from a
recognized University. এছাড়াও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন : 40,000- 1,40,000 টাকা
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন
Official Notice : Download

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button