কৃষি দপ্তরে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 17 হাজার -Krishi Department Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী কৃষি দপ্তরে দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন।Krishi Department Recruitment

নিয়োগ প্রক্রিয়া : যারা আগ্রহী তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে শুধু ইন্টারভিউ নিয়ে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ : এক্ষেত্রে ইন্টারভিউ তারিখ হলো 23 শে মে সময় সকাল 11 টা থেকে।

কীভাবে আবেদন করতে হবে :
এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। ইন্টারভিউ এর দিন বায়োডাটা বা আবেদন পত্র সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। নিচে ডকুমেন্টস গুলির নাম উল্লেখ করা হবে।

কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে :
1. বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. অভিজ্ঞতা
6. আধার বা ভোটার কার্ড

পদের নাম : কোর্স ফেসিসিটেটর

মাসিক বেতন : প্রতি মাসে বেতন দেওয়া হবে 17 হাজার টাকা করে।

শিক্ষাগত যোগ্যতা : i) আবেদনকারীর অবশ্যই যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ হর্টিকালচার(Agriculture/Horticulture)-এ স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
ii) প্রার্থীর অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।

OFFICIAL Notice : Download

Online Apply : Click Here

Leave a Comment