চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের অর্থাৎ কলকাতা মেট্রোরেলে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের সকল চাকরি প্রার্থী যারা যোগ্য সকলে আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী কলকাতা মেট্রোরেলে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Kolkata Metrorail Recruitment
আবেদন পদ্ধতি : যারা কলকাতা মেট্রোরেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে বা ব্লাঙ্ক পেজে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করে করে একটি সম্পূর্ণ বায়োডাটা তৈরি করে তার উপর APPLICATION FOR APPOINTMENT TO THE POST OF_____ ON CONTRACTUAL” খালি জায়গায় পদের নাম লিখে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি একসাথে এটাচ করে জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :
1.প্রথমে বায়োডাটা বা আবেদন পত্র
2. পাসপোর্ট সাইজের ছবি
3. বৈধ মোবাইল নম্বর
4. পিপিও
5. অন্যান্য
নিয়োগ প্রক্রিয়া :যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে মূলত ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ এর তারিখ, স্থান, সময় অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে।
নিয়োগকারী সংস্থা : এক্ষেত্রে কলকাতা মেট্রোরেল (KMRCL) এর তরফে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পদের নাম, যোগ্যতা, বয়স ও আরও অন্যান্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
Join Telegram Channel : Click Here