উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য বিভাগে ক্লার্ক ও বহু স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি – West Bengal Health Job

 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ স্বাস্থ্য দফতরে মহিলা ও শিশু উন্নয়নের জেলা বিভাগ। স্বাস্থ্য কর্মী সহ আরও বহু গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই তাচরা শেষ পর্যন্ত পড়বেন। West Bengal Health Recruitment 

কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :
1. জেলা শিশু সুরক্ষা অফিসার
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে গ্রেজুয়েট পাশ করতে হবে এবং সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছরের মধ্যে।

মাসিক বেতন : 44,023 টাকা।

2. আইনি সুরক্ষা অফিসার
শিক্ষাগত :
আইনি বিভাগে গ্রেজুয়েট পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটার নলেজ ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
মাসিক বেতন : 27,804 টাকা


3. ডাটা অ্যনালিস্ট
শিক্ষাগত :
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম্পিউটার এপ্লিকেশনে গ্রেজুয়েট পাশ। সঙ্গে কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18,536 টাকা

4. ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা :
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন : 11,916 টাকা

5. হাউস মাদার
শিক্ষাগত যোগ্যতা :
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 21 বছরের মধ্যে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন : 14,564 টাকা


6. বেঞ্চ ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা
: এক্ষেত্রে শুধু উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 21 বছরের মধ্যে এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন : 13,500 টাকা

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে উপরোক্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইন আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ সমূহ :
অনলাইন আবেদন শুরু হয়েছে 24-05-2023 থেকে এবং অনলাইন আবেদন চলবে 02-06-2023 তারিখ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে।
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ : 06 জুন 2023 থেকে
লিখিত পরীক্ষা নেওয়া হবে : 11 জুন 2023 তারিখে
কম্পিউটার টেস্ট : 18 জুন 2023 তারিখে
ইন্টারভিউ এর তারিখ : 23 জুন 2023 তারিখে  

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice : Click Here

Online Apply : Click Here

 Join Telegram Channel : Click Here

 

Leave a Comment