আঁধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Aadhaar Department Recruitment

নয়াদিল্লী :  চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর।  এবার কেন্দ্র সরকারের  গুরুত্বপূর্ণ দফতরে সরাসরি নিয়োগ।  এক্ষেত্রে নিয়োগ হওয়া কর্মীদের জন্য বেশ মোটা অঙ্কের বেতনের সুযোগ রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই ভারত সরকারের তথ্য(ELECTRONICS & INFORMATION) প্রযুক্তি মন্ত্রক মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে নিযুক্ত হওয়া কর্মীকে ইউনিক আইডেন্টিফিকেশন(UIDAI) অথরিটি অব ইন্ডিয়ার অধীনে কাজ করতে হবে। দেশের যেকোনো প্রান্তের প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্য। তবে আসুন নিম্নলিখিত প্রতিবেদনটিতে আবেদন ও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

 

 


তথ্য প্রযুক্তি মন্ত্রক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী
মোট ৮ টি পদে একাধিক শূন্য পদ পূরণের জন্য আবেদনকারীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয়েছে।
এই পদ গুলি হল
,

১) ডেপুটি ডিরেক্টর ( DEPUTY DIRECTOR)
২) সেকশন অফিসার ( SECTION OFFICER)
৩) টেকনিক্যাল অফিসার (TECHNICAL OFFICER)
৪)  অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ASSISTANT SECTION OFFICER)
৫) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার (ASSISTANT ACCOUNT OFFICER)
৬) অ্যাকাউন্ট্যান্ট ( ACCOUNTANT)
৭)  জুনিওর ট্রান্সেলেশন অফিসার ( JUNIOR TRANSLATION OFFICER)
৮) অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার ( ASSISTANT TECHNICAL OFFICER)  

উল্লেখিত পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা
২০ টি

সংশ্লিষ্ট যাবতীয় পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে ।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা হিসাবে
  :আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেমন স্নাতক হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রী সহ কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দফতরে প্রাসঙ্গিক কাজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে তার একটি প্রিন্ট নিতে হবে।  এরপর ওই ফর্মে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য যেমন- নাম, বাবার নাম, বয়স,  প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা সহ ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের ছবি সাঁটিয়ে সংশ্লিষ্ট দফতরের অফিসে নির্দিষ্ট দিন – সময়ের মধ্যে পাঠাতে হবে।

এক্ষেত্রে আবেদন পত্র পাঠাতে হবে নিম্ন লিখিত ঠিকানায়
– To The  Director (HR)’
Unique Identification Authority of India (UIDAI), Bangla Sahib Road , Behind Kali Mandir, Gole Market, New Delhi – 110001.

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভালোভাবে খুঁটিয়ে দেখার পর প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে ।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন-  www.uidai.gov.in – এ
আবেদন পত্র পাঠানোর শেষ সময় সীমা 01/08/2023

আমারাই দেবো সঠিক চাকরির খবর, নজর রাখুন bongodhara.com -এ

written by – Somnath Pal.

Official Notice : Click Here
TAG- #GOVT JOB #UIDAI #JOB NEWS #IT JOB #AADHAR

Leave a Comment