WB Health Recruitment : দীর্ঘদিন যাবত যে সকল চাকরি প্রার্থীরা আশা কর্মী নিয়োগের আশায় বসে ছিলেন, অবশেষে তাদের জন্য সুখবর। বর্তমানে রাজ্যে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাস সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আমাদের রাজ্যে মূলত আশা কর্মী নিয়োগ নির্দিষ্ট জেলা ভিত্তিকভাবে মহকুমা শাসক দপ্তরের অধীনে অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক বেশ কয়েকটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তবে আশা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কেবলমাত্র মহিলাদের অংশগ্রহণের সুযোগ থাকে। তাই রাজ্যের ৩০ থেকে ৪০ বছর বয়সী সকল মহিলারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের বিশেষ ছাড় রয়েছে। নিম্নে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। তাই আবেদনের পূর্বে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।
শূন্য পদের নাম:
আজকের প্রতিবেদনে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল আশা কর্মী।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা ২২ বছর হলে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রাথমিক অবস্থায় প্রতিমাসে ৫,২০০ টাকা বেতন দেওয়া হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়া অফলাইনে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তার জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।
আবেদনপত্রটি ডাউনলোড করার পর সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে উল্লেখিত চাকরি প্রার্থীর নাম ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ৫ টাকার ডাক টিকেট কেটে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
আগ্রহী চাকরি প্রার্থীদের ঝাড়গ্রাম জেলার মহকুমা শাসকের করণ কর্তৃক পরিচালিত এই নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারীদের ঝাড়গ্রাম আধিকারিকের দপ্তরে অর্থাৎ বিডিও অফিস আবেদনপত্র জমা করতে হবে।
ঝাড়গ্রাম জেলায় আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন।