যুবশ্রী প্রকল্পে আবেদন শুরু, আবেদন করলে পাবেন 1500 টাকা -WB Government Scheme

রাজ্য সরকার বেকারদের জন্য নিয়ে আসলো দারুন সুখবর। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বেকারদের মাসে মাসে দেওয়া হচ্ছে 1500 টাকা। এবার বিনা পরিশ্রমে বেকারদের দেওয়া হবে বেকার ভাতা। রাজ্যের বাসিন্দা ও এখনো পর্যন্ত বেকার হলে এই সুযোগ পেতে পারেন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে চাইলে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Government Scheme

রাজ্যের মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালু করেন রাজ্য সরকার। যার নাম লক্ষীর ভান্ডার। শুধু তাই নয়, স্বাস্থ্য থেকে ব্যবসা, পড়াশোনার লোন থেকে স্কলারশিপ, কন্যাশ্রী বা রুপশ্রী সহ নানা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর জন্য আরও বহু প্রকল্পের সূচনা করছেন। রাজ্য সরকারের তরফে চালু রয়েছে বেকার ভাতা প্রকল্প যার মাধ্যমে পাবেন মাসিক 1500 টাকা। আসুন তাহলে আজকে জেনে নেওয়া যাক বিস্তারিত। West Bengal Government Scheme

 

প্রকল্পের বিশেষ উদ্দেশ্য : এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকারদের মাসিক 1500 টাকা বিনা পরিশ্রমে দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো যাতে পড়াশোনা সহ কর্মহীনদের বেকারত্বের জ্বালা কমে। এর উদ্দেশ্যই হলো বেকারদের ভাতা প্রদান করা।

 

মোট টাকার পরিমান : যারা বাংলার বাসিন্দা তারা সফল ভাবে আবেদন করলে বা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করলে এক্ষেত্রে মাসিক 1500 টাকা দেওয়া হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো পরিশ্রম নেওয়া হবে না।

 

আবেদন করতে শর্তসমূহ :

1. প্রথমত প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে

2. এরপর প্রার্থীকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে।

3. শিক্ষাগত যোগ্যতা নিদিষ্ট নেই, অষ্টম বা তার বেশি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।

4. প্রার্থীকে অবশ্যই বেকার কর্মহীন হতে হবে।

 

আবেদন পদ্ধতি :  যারা আবেদন করতে আগ্রহী তারা সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (Employment Bank)  ভিজিট করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।

2. এরপর New Enrolment job seeker অপশন ক্লিক কর Accept and Continue করতে হবে।

3. এরপর জরুরি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

4. তারপর জরুরি ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি জমা করতে হবে

5. সবশেষে সবকিছু যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

 

জরুরি নথিপত্র সমূহ :

1. বয়সের প্রমাণ পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. পরিচয় পত্র

4. আধার বা ভোটার কার্ড

5. পাসপোর্ট সাইজের ছবি

6. অন্যান্য

 

কীভাবে সুবিধা পাবেন :এক্ষেত্রে যারা সফল ভাবে অনলাইনে আবেদন করবে তাদের কিছুদিনের মধ্যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস থেকে যোগাযোগ করা হতে পারে বা আপনি নিজে গিয়ে যোগাযোগ করতে পারেন। এরপর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে তারা নির্দেশনা প্রদান করবে।

 

সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত জেনে তবে আবেদন করবেন –

Important Links

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment