রাজ্যের জেলায় জেলায় রেশন ডিলার নিয়োগ শুরু, মাধ্যমিক পাস হলে আবেদন করুন -WB Government Ration Dealer

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য দারুন সুসংবাদ। রাজ্যের জেলায় জেলায় রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর। এক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি হতে পারেন আপনার এলাকার রেশন ডিলার। যে সকল আগ্রহী প্রার্থী পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা এবং উপযুক্ত যোগ্যতা হয়েছে, তারা রেশন ডিলার হতে চাইলে, আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে। West Bengal Ration Dealer Job Recruitment 

নিয়োগকারী সংস্থা :পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অর্থাৎ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অধীনে ন্যায্য মূল্যের রেশন ডিলার নিয়োগ করা হবে। West Bengal Ration Dealer Job Recruitment

 

কি কাজে নিয়োগ করা হবে : রাজ্যের কয়েক জেলায় সরকারের রেশনের সামগ্রী বিতরণের জন্য ন্যায্য মূল্যে রেশন ডিলার নিয়োগ করা হবে। 

 

রেশন ডিলার হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন :

1.এক্ষেত্রে রাজ্যের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে 

2.যে জেলায় রেশন ডিলার নিয়োগ করা হবে বাজে স্থানে রেশন ডিলার নিয়োগ করা হবে সে এলাকার বাসিন্দা হতে হবে. 

3.এক্ষেত্রে রেশন ডিলার হতে গেলে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর থাকতে হবে 

 

আবেদন পদ্ধতি: যে সমস্ত প্রার্থীরা রেশন ডিলারের জন্য আবেদন করতে চাই বা তারা আবেদন করতে যোগ্য হলে,  এক্ষেত্রে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন করতে প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। 

1.প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করতে হবে 

2.এরপর আবেদন লিংক খুলে গেলে সর্ব প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে 

3.রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে 

3.আবেদনপত্র পূরণ করার সময় জরুরি ডকুমেন্টস যা চাওয়া হবে তা আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে 

4. এরপর আবেদন পত্রটি ও আবেদন ফি সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি অফলাইন মাধ্যমে জমা করতে হবে। 

 

তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশ ভালো করে পড়ে তারপরে আবেদন করবেন অথবা সংশ্লিষ্ট অফিসে অর্থাৎ যে এলাকায় নিয়োগ করা হবে, তার SDO অফিসে যোগাযোগ করতে হবে। 

 

আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :

1.প্রথমে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র 

2.আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাশ মার্কশিট 

3.প্রার্থীর রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 

4. বাসিন্দা প্রমাণ 

5. আধার কিংবা ভোটার কার্ড 

6. ব্যাংকের পাস বইয়ের ছবি সঙ্গে ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট 

7. আবেদন ফি জমা করার রিসিভ কপি 

8. অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

আবেদন ফী : যে সকল প্রার্থী আবেদন জানাতে চাই তাদের আবেদন ফি জমা করতে হবে 1 হাজার টাকা। 

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। স্পষ্ট ধারণা নিয়ে তারপরে আবেদন জানাবেন। রাজ্যের যে জেলায় নিয়োগ করা হবে কেবল সে জেলার বাসিন্দারায় আবেদন করতে পারবেন। 

Official Notice : Download 1

Official Notice : Download 2

Telegram Channel Join Now
Official website Click here 

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment