WBUAFS Job Recruitment 2024 : রাজ্যে প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ শুরু

যে সকল প্রার্থীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে একটি বড় ধরনের সুখবর। সম্প্রতি প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ে কর্মী (WBUAFS Job Recruitment 2024) নিয়োগ হতে চলেছে। কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতি কি? প্রভৃতি জানার জন্য এই প্রতিবেদনটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ুন।

WBUAFS Job Recruitment 2024

পদের নাম– পশ্চিমবঙ্গ মৎস্য এবং প্রাণী বিশ্ববিদ্যালয়ে নতুন করে Young Professional-I পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে M.V.Sc / M.Sc পাস হতে হবে।

বয়স সীমা কত– পশ্চিমবঙ্গের মৎস্য ও প্রাণী বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের বয়স হতে বলা হয়েছে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

বেতন সীমা– যে সকল প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে ২৫ হাজার টাকা পাবেন।

আবেদন পদ্ধতি-এই চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের অফলাইন বা অনলাইনে কোনো ভাবে আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন প্রার্থীদের নিজের বায়োডাটা এবং নিজের কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ– এই চাকরির জন্য ইন্টারভিউ হবে আগামী ৮ জুলাই ২০২৪ তারিখে সকাল ১০টা থেকে।

ইন্টারভিউ এর ঠিকানা – the Office of the DREF,37, K. B. Sarani, Belgachia, Kolkata – 700037।

Official Notification :Download 

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment

wb govt job recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

 

জরুরি নথিপত্র সমূহ : 

1. আবেদন পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

4. বাসিন্দা প্রমাণ

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

6. বিবাহের প্রমাণ

7. অভিজ্ঞতা ( যদি থাকে)

8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।

 

পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।

 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা

 

আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now