বর্তমানে গোটা রাজ্য রাজনীতিতে একটাই গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএসসির দুর্নীতি । কেননা বর্তমানে এসএসসির দুর্নীতির সমস্ত তথ্য যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে CBI-র উপরে।কত এপ্রিল মাস নাগাদ ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফে প্যানেল বাতিল করার নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ওই দিন চাকরি হারাই প্রায় ২৬ হাজার কর্মরত শিক্ষক ও শিক্ষিকাগন।তবে কমিশনের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়, পরবর্তীতে সেই প্যানাল আপাতত বহাল রাখে সুপ্রিম কোর্ট। WB SSC Recruitment Scam
বর্তমানে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল থাকলেও এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। অর্থাৎ হাইকোর্টের নির্দেশের উপর কেবল স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এই মামলার উপর আরো গভীরভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআইকে। জানা গিয়েছে ইতিমধ্যে সিবিআই তার কার্যক্রম শুরু করতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য ও যোগ্যদের নিয়ে তাদের তথ্য যাচাই করতে হবে। কিন্তু এদিকে বিরাট তথ্য নিয়ে হাজির হলো সিবিআই। WB SSC Recruitment Scam
যদিও রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী অবৈধ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা একেক সময় একেক ভাবে উপস্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আগে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রায় সাত হাজার অযোগ্য শিক্ষকের তালিকা জানাই কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বিতীয় দফার শুনানিতে এই সংখ্যা বেড়ে দ্বারাই ৮ হাজার ৩০০ তে । ঐদিন এসএসসি কর্তৃক দাবি জানানো হয়েছিল ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার মধ্যে কারা যোগ্য ও কারা অযোগ্য সেই তালিকা তারা সুপ্রিম কোর্টে তুলে দিতে পারবে। WB SSC Recruitment Scam
তবে পরবর্তীতে অবৈধভাবে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় প্রায় ৪৬০০ জনের নাম আদালতের হাতে তুলে দেয় ssc। এদিকে সিপিআই এর সূত্র মাত্র জানা গিয়েছে এসএসসির সার্ভার থেকে তারা সমস্ত তথ্য পেয়েছে। জানা গিয়েছে দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। এদিকে জানা গিয়েছে কমিশনের তরফে নাইসাকে একটি ইমেইল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। সিবিআই তদন্ত চালিয়ে সেই তথ্যও হাতে পেয়েছে বলে জানা গিয়েছে। WB SSC Recruitment Scam
সুত্র মারফত এও জানা গিয়েছে এসএসসির সার্ভার থেকে অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। জানা গিয়েছে এক্ষেত্রে এমন কিছু প্রার্থীর নাম রয়েছে, যাদের মেধা তালিকারি নাম নেই, কেউ আবার পরীক্ষাতেও বসেনি, এমন কিছু প্রার্থী আছে যাদের কোথাও নাম নেই, তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হল কিভাবে তারা চাকরি পেল? কাকে বা টাকা দিলেন? ইতিমধ্যে অযোগ্যদের তল্লব শুরু করেছে সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট কর্তৃক পরবর্তী শুনানের তারিখ হিসেবে ১৬ জুলাই ঘোষণা করেছেন। সিবিআই এর সমস্ত তথ্য সামনে এলে বিষয়টি আরও পরিস্কার করে।WB SSC Recruitment Scam
ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment
Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)
2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে
3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে
4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।
বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।
1. ALP
2. Trains Manager ( Goods Guard)
মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি
বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।
আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notification : Download
WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…
WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। …
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…
মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…
This website uses cookies.