আবারো পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য সুখবর সামনে এসেছে। রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন ছাত্রাবাসে (Hostel) গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। সকল ভারতের নাগরিকরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে ইচ্ছুক প্রার্থীরা নিজ নিজ জেলার ছাত্রাবাসের কর্মীদের জন্য আবেদন জানাতে পারবেন। WB Group D Job Recruitment
পদের নাম- কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড প্রভৃতি পদে আবেদন করা যাবে।
মোট শূন্যপদ— পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রাবাসের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস হতেই হবে।
বয়স– প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন।
মাসিক বেতন—বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য মাসিক বেতন বিভিন্ন ধরনের উল্লেখ আছে যেমন ৫০ জন ছাত্র পিছু হেল্পার পদের পারিশ্রমিক ২৫০০/- টাকা, আর ছাত্রের সংখ্যা ৫০ জনের অধিক হলে ৩০০০/- টাকা। রাধুনী পদের জন্য এই পারিশ্রমিক দাঁড়াবে ৩৫০০/- টাকা এবং ৪০০০/- টাকা। সুইপার এবং নাইট গার্ড পদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে ৩০০০/- এবং ৩৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি— এই চাকরির জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইন কোনোভাবেই আবেদন জানাতে হবে না। জেলা দপ্তর কর্তৃক আয়োজিত ইন্টারভিউ এর দিন প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদনের ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ওইদিন প্রার্থীদের সাথে রাখতে হবে।
যে ডকুমেন্টসগুলি প্রার্থীদের সাথে নিয়ে যেতে হবে– ১) আধার কার্ড ২) ভোটার কার্ড ৩) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ৪) এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট এবং সার্টিফিকেট।
ইন্টারভিউর ঠিকানা— Dooars Kanya at the Office of the Additional District Magistrate, Chamber, Room No. 608, 6th Floor Dooars Kanya, Integrated Administrative Building, Alipurduar
ইন্টারভিউর তারিখ— ২রা জুলাই ২০২৪ তারিখে ইন্টারভিউ রয়েছে এই চাকরির জন্য।
Official Notification :Download
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :
1. আবেদন পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
4. বাসিন্দা প্রমাণ
5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
6. বিবাহের প্রমাণ
7. অভিজ্ঞতা ( যদি থাকে)
8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।
পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।
মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা
আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ :ডাউনলোড