রাজ্যে আনন্দধারা প্রকল্পে মাসিক ২৩,৪০০ বেতনে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন -WB Govt Job Recruitment

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম আনন্দধারা প্রকল্প। এই প্রকল্পের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য যথেষ্ট কর্মীর প্রয়োজন। সেই কারণে ধাপে ধাপে আনন্দধারা প্রকল্পের অধীনে প্রচুর কর্মী নিয়োগ করা হয়। বর্তমানে এমনই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রুরাল ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ করতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের ২৩ টি জেলার নাগরিক সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে আবেদনকারীর বেশ কিছু যোগ্যতা প্রয়োজন তা নিম্নে আলোচনা করা হলো। আপনি যদি আনন্দধারা প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য যথা- আবেদন পদ্ধতি, মাসিক বেতন, আবেদনের যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হয়েছে।

wb govt job recruitment

•এমপ্লয়মেন্ট নং: প্রদত্ত নিয়োগ প্রক্রিয়ার এমপ্লয়মেন্ট নং হল- 02/DRDC/SMP/2024

•পদের নাম:
আনন্দধারা প্রকল্পে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত Training Resources Person অর্থাৎ TRP পদে কর্মী নিয়োগ করা হবে।

•আবেদন যোগ্যতা:
আনন্দধারা প্রকল্পের TRP পদে আবেদনকারী অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েশন সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি সাধারণ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

•বেতন:
TRP পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের দৈনিক ৯০০ টাকা বেতন দেয়া হবে। মাসের মোট ২৬ দিন কাজের হিসেব অনুযায়ী মোট বেতন দেয়া হবে। অর্থাৎ বেতন হিসেবে মাসিক ৯০০ × ২৬ = ২৩,৪০০ টাকা পাবেন।

•বয়স সীমা:
এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ৩২ বছর। তবে এই বয়সের সর্বোচ্চসীমা জানানো হয়নি‌ তবে ৩২ থেকে ৬০ বছর বয়সী পর্যন্ত যেকোনো নাগরিক এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন পদ্ধতি:
আবেদন অফলাইন মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তবে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য পূর্বেই আবেদনের প্রয়োজন নেই। যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ পত্র দেওয়া হবে। তাই ইন্টারভিউয়ের দিন আবেদনকারীর বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, রঙিন পাসপোর্ট সাইজের ফটো সমেত ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছাতে হবে। নিম্নে ইন্টারভিউ এর স্থান ও ঠিকানা দেওয়া রয়েছে।

•প্রার্থী বাছাই প্রক্রিয়া:
আনন্দধারা প্রকল্পের নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী বাছার ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।

•ইন্টারভিউয়ের কেন্দ্র:
TRP পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীরা, বায়োডাটা সমেত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউর দিন পৌঁছাতে হবে-
District Mission Management Unit & District Rural Development Cell, Siliguri Mahakuma Parishad, Hakimpara, Siliguri

•ইন্টারভিউর তারিখ:
এই নিয়োগের অফিসের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেখানে বলা হয়েছে আনন্দধারা প্রকল্পের জন্য যে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ আগামী ৩ অক্টোবর, ২০২৪ তারিখে ধার্য করা হয়েছে।
উপরে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। এছাড়াও আপনার যদি আরও কোন তথ্যের প্রয়োজন হয় তাহলে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন। নিম্নে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেয়া হয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

অফিশিয়াল নোটিফিকেশন: ডাউনলোড

 

Leave a Comment