বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে শুধু চাকরির হাহাকার দেখা যাচ্ছে। বেকারত্বের সংখ্যা কমানোর জন্য কেন্দ্র সরকার আগামী ১১ই সেপ্টেম্বর কলকাতার সল্টলেক প্রাঙ্গনে একটি জব ফেয়ারের আয়োজন করেছে। এই জব পেয়ার এর মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণ থেকে স্নাতক এবং স্নাতকোত্তার পাশ করা প্রার্থীরা চাকরি সুযোগ পাবেন। এবার চাকরির প্রার্থীদের জন্য বড় ধরনের একটি সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। বেকারত্বের হার কমানোর জন্য কেন্দ্র সরকারের মত রাজ্য সরকারও কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তরে ৭০০ টিরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা করেছে। ৭০০ টি কর্মসংস্থানের মধ্যে বেশিরভাগ নিয়োগ হবে পুলিশে। পুলিশ বিভাগ ছাড়াও ফায়ার বিভাগ এবং মাদ্রাসাতেও নতুন কর্মী নিয়োগ হবে।WB Govt Job Recruitment
রাজ্যে নতুন করে ৭০০টি কর্মসংস্থান তৈরির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরদের জন্য ৪৯৪টি পদ, ফায়ার বিভাগে ১৬৬টি, মাদ্রাসায় ১২টি এবং স্বরাষ্ট্র বিভাগে ৩টি নতুন চাকরির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে কর্মীদের ঘাটতি মেটাতে নবান্নের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ বিভাগে বেশ কিছু কর্মীর অত্যন্ত প্রয়োজন রয়েছে। নতুন করে ৪৯৪ টি সাব ইন্সপেক্টর নিয়োগ করলে জনগণকে নিরাপদ রাখতে এবং আইনকে আরও কঠোরভাবে পরিচালনা সম্ভব হবে। এছাড়া আগের বৈঠকগুলিতেও দেখা গেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী সংখ্যা বৃদ্ধি এবং দমকল বিভাগে কর্মীদের চাহিদা পূরণের বেশ কিছু কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
নতুন করে রাজ্য সরকার যে কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন সেখানে কর্মী নিয়োগ কবে শুরু হবে সে নিয়ে বহু প্রার্থীর মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হলেও সেখানে কবে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিরোধীপক্ষের কিছু নেতার মুখ থেকে শোনা গিয়েছে যে রাজ্য সরকারের নাকি এই পদগুলির শূন্যস্থান পূরণের কোন পরিকল্পনাই নেই। তবে এই মুহূর্তে নিয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। একসুত্র মারফত খবর পাওয়া গেছে যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ায় বাকি প্রক্রিয়া অবশ্যই দ্রুত সেরে ফেলার চেষ্টা করবে নবান্ন।
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের সরকারি দপ্তরে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ জেলার চাকরি প্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়াও বেশ কিছু পদ রয়েছে যেখানে আবেদন করতে হলে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এখানে যে পদ গুলোতে নিয়োগ করা হবে সে পদ গুলোর নাম হল কর্ম বন্ধু, রাঁধুনি, হেল্পার, দারোয়ান, সুপারিনটেনডেন্ট প্রভৃতি পদ। নিচে উক্ত পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা রয়েছে।WB Govt Job Recruitment
•এমপ্লয়মেন্ট নম্বর:
রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তির এমপ্লয়মেন্ট নম্বরটি হল 3517/BCWTD(UD)
১.পদের নাম:
রাজ্য সরকারের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম শূন্য পদটির নাম হল কর্ম বন্ধু ।
•শিক্ষাগত যোগ্যতা:
কর্ম বন্ধু পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
২.পদের নাম:
রাজ্য সরকারের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দ্বিতীয় পত্রের নাম হল রাধুনী।
•শিক্ষাগত যোগ্যতা:
রাধুনী পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা সহ কোন বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
৩.পদের নাম:
এই নিয়ে প্রক্রিয়ায় তৃতীয় শূন্য পদটির নাম হল হেল্পার।
•শিক্ষাগত যোগ্যতা:
হেল্পার পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে, তার পাশাপাশি রান্না কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪.পদের নাম:
এই নিয়োগ প্রক্রিয়ায় চতুর্থ শূন্য পদটির নাম হল দারোয়ান।
•শিক্ষাগত যোগ্যতা:
দারোয়ান পদে আবেদন করতে হলে আবেদনকারী কোন বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক।
৫.পদের নাম:
উক্ত নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শূন্য পদটির নাম হল ম্যাট্রন।
•শিক্ষাগত যোগ্যতা:
ম্যাট্রন পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬.পদের নাম:
এই নিয়োগ প্রক্রিয়ায় ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্য পদটি হলো সুপারিনটেনডেন্ট।
•শিক্ষাগত যোগ্যতা:
সুপারিনটেনডেন্ট পদে যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবে বলে ভাবছেন তাদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে।
•মোট পদ সংখ্যা:
উপরে উল্লেখিত সকল পদ গুলির সর্বমোট ১টি করে শূন্য পদ রয়েছে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবে বলে ভাবছেন তারা শীঘ্রই আবেদন করতে পারেন।
•মাসিক বেতন:
উপরে উল্লেখিত একাধিক পদের ক্ষেত্রে একাধিক বেতন কাঠামো রয়েছে। যেমন কর্ম বন্ধু পদে মাসিক বেতন ৩০০০ টাকা। হেল্পার পদের জন্য বেতন রয়েছে ৫০০০ টাকা। রাধুনী পদের জন্য বেতন রয়েছে ৭০০০ টাকা। ম্যাট্রন পদের জন্য বেতন রয়েছে ৯০০০ টাকা। সুপারিনটেনডেন্ট পদের জন্য মাসিক বেতন রয়েছে ১৫০০০ টাকা।
•বয়স সীমা:
উক্ত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে, আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
•আবেদন পদ্ধতি:
এই আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটিকে ভালোভাবে পূরণ করে, তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনে ডকুমেন্টগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদন পত্রটি আমাদের প্রতিবেদন নিচে দেয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্রটিকে ডাউনলোড করতে পারবেন।
•আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদন পত্রটি ভালোভাবে পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন ঠিকানায় পাঠান।
To The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130
•গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এই আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ৪ অক্টোবর ২০২৪ ।
*Official Notification :Download now
*Official Website :Click here
WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…
WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। …
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…
মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…
This website uses cookies.