বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে শুধু চাকরির হাহাকার দেখা যাচ্ছে। বেকারত্বের সংখ্যা কমানোর জন্য কেন্দ্র সরকার আগামী ১১ই সেপ্টেম্বর কলকাতার সল্টলেক প্রাঙ্গনে একটি জব ফেয়ারের আয়োজন করেছে। এই জব পেয়ার এর মাধ্যমে দ্বাদশ উত্তীর্ণ থেকে স্নাতক এবং স্নাতকোত্তার পাশ করা প্রার্থীরা চাকরি সুযোগ পাবেন। এবার চাকরির প্রার্থীদের জন্য বড় ধরনের একটি সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। বেকারত্বের হার কমানোর জন্য কেন্দ্র সরকারের মত রাজ্য সরকারও কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তরে ৭০০ টিরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা করেছে। ৭০০ টি কর্মসংস্থানের মধ্যে বেশিরভাগ নিয়োগ হবে পুলিশে। পুলিশ বিভাগ ছাড়াও ফায়ার বিভাগ এবং মাদ্রাসাতেও নতুন কর্মী নিয়োগ হবে।WB Govt Job Recruitment
রাজ্যে নতুন করে ৭০০টি কর্মসংস্থান তৈরির যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরদের জন্য ৪৯৪টি পদ, ফায়ার বিভাগে ১৬৬টি, মাদ্রাসায় ১২টি এবং স্বরাষ্ট্র বিভাগে ৩টি নতুন চাকরির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে কর্মীদের ঘাটতি মেটাতে নবান্নের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ বিভাগে বেশ কিছু কর্মীর অত্যন্ত প্রয়োজন রয়েছে। নতুন করে ৪৯৪ টি সাব ইন্সপেক্টর নিয়োগ করলে জনগণকে নিরাপদ রাখতে এবং আইনকে আরও কঠোরভাবে পরিচালনা সম্ভব হবে। এছাড়া আগের বৈঠকগুলিতেও দেখা গেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী সংখ্যা বৃদ্ধি এবং দমকল বিভাগে কর্মীদের চাহিদা পূরণের বেশ কিছু কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?
নতুন করে রাজ্য সরকার যে কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন সেখানে কর্মী নিয়োগ কবে শুরু হবে সে নিয়ে বহু প্রার্থীর মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হলেও সেখানে কবে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিরোধীপক্ষের কিছু নেতার মুখ থেকে শোনা গিয়েছে যে রাজ্য সরকারের নাকি এই পদগুলির শূন্যস্থান পূরণের কোন পরিকল্পনাই নেই। তবে এই মুহূর্তে নিয়োগ করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। একসুত্র মারফত খবর পাওয়া গেছে যে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ায় বাকি প্রক্রিয়া অবশ্যই দ্রুত সেরে ফেলার চেষ্টা করবে নবান্ন।
Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |