বহুবারই জঙ্গলে কাঠ চুরির মত ঘটনা জনসমক্ষে আসে। তবে এবার এই ঘটনার জন্য সুব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। জঙ্গলে কাঠ চুড়ি এবং নজরদারির জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে চলেছে ফরেস্ট গার্ড ও হেড ফরেস্ট গার্ড পদে কর্মী। যারা অনেকদিন ধরে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্যই এই সুখবরটি এসেছে। WB Govt Job RECRUITMENT
একসূত্র মারফত খবর পাওয়া গেছে ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা ২৪৫৮টি। এই পদের সংখ্যার মধ্যে ৬৬ শতাংশ পদই খালি পড়ে রয়েছে। আবার অপরদিকে হেড ফরেস্ট গার্ড পদের সংখ্যা রয়েছে ২৩১ টি , এরমধ্যে ৮৩ শতাংশ পদে কোনো কর্মী নিয়োগ হয়নি বহুদিন। এরমধ্যে বারংবারই জঙ্গলে কাঠ চুরির মত ঘটনা ঘটে। জঙ্গলে এই কাঠ চুরির ঘটনা বন্ধ করার জন্য রাজ্য মন্ত্রিসভায় ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত স্থির হয়েছে। বুধবারদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক মন্ত্রিসভার আয়োজন করেছিলেন ওই মন্ত্রিসভাতে স্থির হয় যে ফরেস্ট গার্ডের ১৬০০টি শূন্য পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি শূন্য পদে নিয়োগৎকরা হবে।WB Govt Job Recruitment
ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের জন্য বৃহস্পতিবার এক নতুন রুল নিয়ে আসে রাজ্য সরকার। যার নাম ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪ (West Bengal Services Recruitment of Forest Guard and Head Forest Guard Rules 2024)। আগে এই নিয়োগ এর দায়িত্ব ছিল পুলিশের হাতে। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন রুলস তৈরি হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব থাকবে পাবলিক সার্ভিস কমিশনের উপর (West Bengal Public Service Commission)।
পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের দায়িত্ব পাওয়ায় শারীরিক দক্ষতা যেমন উচ্চতা, চেস্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা নিয়ম শিথিল করা হবে। এই বিষয়ে বনমন্ত্রী বীরবাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এর ফলেই মন্ত্রিসভার বৈঠকে ওই দুটি পদে কর্মী নিয়োগের অনুমোদন পাস হয়।
Written by Nupur Chattopadhyay
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :
1. আবেদন পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
4. বাসিন্দা প্রমাণ
5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
6. বিবাহের প্রমাণ
7. অভিজ্ঞতা ( যদি থাকে)
8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।
পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।
মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা
আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ :ডাউনলোড