পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের এক জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা সকলে আবেদন জানাতে পারবেন যদি তাদের উপযুক্ত যোগ্যতা থাকে। মহিলা কিংবা পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। WB Govt Job Recruitment
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে : এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের একটি আবেদন পত্র পূরণ করে মেরিট লিস্টে নাম তুলার জন্য আবেদন জানাতে হবে। আবেদন পত্রটি অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া হবে। এর পর সেটি প্রিন্ট আউট বের করে নিয়ে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ করার পর কিছু জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে জমা করতে হবে।
জরুরি ডকুমেন্টস সমূহ : এক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্ক যুক্ত বিভিন্ন জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা করতে হবে :-
1. All marksheets of MBBS Examinations
2. Documents of Honors and Gold Medal(if any)
3.Madhyamik or Equivalent as age proof
4. Internship completion certificate
5. MCIWBMC Registration certificate
6.Attempt/ Chance certificate
7. Filled up proforma uploaded in Website (www.hooghly.nic. in)
কী কী বিভাগে নিয়োগ করা হবে :
1.GENERAL MEDICINE
2.GENERAL SURGERY
3.PAEDIATRIC
4.GYNAE AND OBSTETRICS
5. ANESTHESIA
বয়সসীমা : যোগ্য প্রার্থীরা সর্বাধিক 35 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বয়স গননা করা হবে 31 মার্চ 2024 অনুযায়ী।
যোগ্যতা : এক্ষেত্রে এমবিবিএস পাস করা এবং ইন্টার্নশিপ শেষ হলে আবেদন করা যেতে পারে।
উপরোক্ত ডকুমেন্টস গুলি একটি নিদিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। এক্ষেত্রে জমা করার সুযোগ দেওয়া হবে 22-05-2024 থেকে 25-05-2024 তারিখ পর্যন্ত এবং ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে 29-05-2024 তারিখে।
আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
Official Notification : Download
ভারতীয় পোস্ট অফিস কর্তৃক ভারতের যোগ্য কর্ম প্রার্থীদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষ যোগ্যতার অধিকারী চাকরি প্রার্থীরা ভারতীয় পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্য পদ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বয়স ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হবে । India Post Job Recruitment
আবেদন প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থীরা যোগ্য হবেন এবং আবেদন করতে আগ্রহী হবেন, তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। নোটিশের সঙ্গে দেওয়া ওই আবেদন পত্রটি A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর ওই আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
নিয়োগের বিভাগ : জেনেরাল সেন্ট্রাল সার্ভিস ( গ্রুপ সি) নন গেজেটেড, নন মিনিস্টারিয়াল বিভাগে নিয়োগ করা হবে।
মাসিক বেতন : প্রকাশিত নোটিশ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা।
পদের নাম : এক্ষেত্রে গ্রুপ সি নন গেজেটেড স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
বয়সসীমানা : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য হবেন, তাদের তাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে।
যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীর মোটর গাড়ি চালানোর এর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিকসমে জ্ঞান সঙ্গে 3 বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ধরন : পোস্ট অফিস কর্তৃক প্রকাশিত নোটিশ অনুযায়ী এক্ষেত্রে ডেপুটেশন বা রিটায়ার্ডম্যান অনুযায়ী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আবেদন জমা করার শেষ তারিখ :আগ্রহী প্রার্থীরা 31-07-2024 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন।
আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিবেন –
Official Notification : Download
WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…
WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। …
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…
মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…
This website uses cookies.