DM Office Recruitment : চাকরি প্রার্থীদের জন্য সুখবর, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১৩,৫০০ টাকা। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
পদের নাম:
রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল বেঞ্চ ক্লার্ক পদ।
মোট শূন্য পদের সংখ্যা:
শিশু সুরক্ষা দপ্তরে বেঞ্চ ক্লার্ক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ০১ টি।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নূন্যতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীর বয়সের হিসেব ১৪ জানুয়ারি ২০২৫ অনুযায়ী নির্ধারিত করা হবে।
মাসিক বেতন:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছায়ের পর মাসিক বেতন ১৩,৫০০ টাকা প্রদান করা হবে। মাসিক বেতন ছাড়াও চাকরি প্রার্থীদের অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
বেঞ্চ ক্লার্ক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
বেঞ্চ ক্লার্ক পদে আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীদের কিছু নথিপত্র প্রয়োজন রয়েছে। এই নথিপত্রগুলি আবেদন প্রক্রিয়া চলাকালীন আবশ্যিক। নিম্নে নথিপত্র গুলির নাম উল্লেখ করা হলো।
১. জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
২. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
৩. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট এবং সার্টিফিকেট।
৪. কম্পিউটার অপারেশন সার্টিফিকেটের অভিজ্ঞতা থাকতে হবে।
৫ কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
আবেদন শেষ তারিখ:
১৫ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।