Categories: GRADUATE JOB

Tet/SSC: পরীক্ষা ছাড়াই রাজ্যে শিক্ষক ও গ্রুপ সি, ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Job Reqruitment 2022।

Published by
GJ Team

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর।রাজ্যের জেলায় TET ও SSC পরীক্ষা ছাড়াই ফের নয়া করে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।রাজ্যের সরকারি স্কুল এ এই সমস্ত শূন্যপদ পূরণ করা হবে।রাজ্যের যে কোনো যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে।বিজ্ঞাপ্তি অনুযায়ী শুধু শিক্ষক পদ না আরো বহু পদে নিয়োগ করা হবে।ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে।যারা শিক্ষক ও গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। 

 কি কি পদে নিয়োগ করা হবে :

1. শিক্ষক পদ (বাংলা, ইংরেজি, অঙ্ক, প্রাকৃতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস) 

2. গ্রুপ ডি 

3. গ্রুপ সি 

কীভাবে আবেদন করবেন? 

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. পরিচয় পত্র 

5. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস 

6. পিপিও 

7. অন্যান্য

নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ-র তারিখ ও সময় নিচে উল্লেখ করা হবে।

ইন্টারভিউ-র তারিখ :শিক্ষক(Guest Teacher) পদের জন্য ইন্টারভিউ শুরু হবে 04/08/2022 তারিখ। দুপুর 12 টা থেকে 

অশিক্ষক পদের জন্য ইন্টারভিউ শুরু হবে 05/08/2022 তারিখে। 

সময় : Group C – দুপুর 12 টা থেকে 1.30 পর্যন্ত 

Group D -দুপুর 1.30 টার পর

 

শূন্যপদ সংখ্যা : মোট 14 টি শূন্যপদ যার মধ্যে 6 টি হল শিক্ষক ও বাকি 8 টি পদ গ্রুপ সি ও ডি। 

আবেদন পাঠানোর ঠিকানা :To the office of the SDO, Kandi, Administrative

Building Kandi, Murshidabad.

আবেদন জমার শেষ তারিখ : 22/07/2022 তারিখ দুপুর 12 টা থেকে বিকেল 3 টা অবধি আবেদন পত্র জমা করতে পারবে। 

 

যোগ্যতা : সরকারি কিংবা সরকার সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে রিটায়ার্ড প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে। 

 

বয়স : প্রার্থীদের বয়স হতে হবে 65 বছরের মধ্যে। 

নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। 

 

Official Notification : Download 

Official Website : www.Murshidabad.gov.in

 

—————————————————————————————

আর মাত্র একটা মাস, তারপরেই দুর্গা পূজো। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব বলে কথা।
খাওয়া দাওয়া , জামাকাপড়, ঘুরতে যাওয়া খরচ অনেক। তার ওপর বাজার যা
অগ্নিমুল্য তাতে আনন্দ উৎসব  তো দুরস্ত ভালো করে সংসার চালানোই দায়। কিন্তু
তার জন্য আপনার চিন্তা কি। চিন্তা করবে তো সরকার। ঠিক যেমন রাজ্যের
মানুষের সার্বিক ও আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই জেলায় জেলায়
একাধিক জনমুখি প্রকল্প চালু করেছে এ রাজ্যের সরকার। তবে জনমুখি প্রকল্পের 
তালিকাটা বেশ লম্বা। প্রায় ৭০ টির ওপর। এর মধ্যে একাধিক প্রকল্পে ব্যাংক
অ্যাকাউন্টে সরাসরি মাসকাবারি নগদ টাকার জোগান পান প্রকল্পের আওতায় থাকা
রাজ্যের সব কয়টি জেলার সাধারণ মানুষ। আসলে এই দুর্মূল্যের বাজারে হাতে গরম
যা পাওয়া যায় আর কি।

এবার
দশ টি প্রকল্পের অধীনে চলতি আগস্ট মাসেই নগদ টাকা দেবে সরকার। সম্প্রতি
রাজ্যের অর্থ দফতর সুত্রে খবর এমনটাই। সব কিছু ঠিক ঠাক থাকলে আগস্ট মাসেই
আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারি প্রকল্পের টাকা। তাহলে এবার
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারের কোন ১০ টি প্রকল্পে টাকা দেওয়া হবে
চলতি মাসে। বলা যায় আপনিও তো  থাকতে পারেন। তাই ভালো করে খুঁটিয়ে পড়ে নিন
নিম্ন লিখিত প্রতিবেদনটি।

১. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ—
রাজ্যের
মেধাবী ছাত্র- ছাত্রীদের বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর
পেলেই এই প্রকল্পের সুবিধা পাবেন সকল ছাত্র ছাত্রী। এবার সরাসরি আবেদনকারী
ছাত্র- ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে নগদ টাকা।

২.জাগো প্রকল্প—
রাজ্যের
স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের আওতায় নগদ ৫০০০ টাকা
অনুদান হিসাবে পেয়ে থাকেন। এ মাসে তাদের জন্যেও রয়েছে সুখবর।

৩. লক্ষ্মীর ভাণ্ডার—

রাজ্যের
গৃহস্থ বধু অর্থাৎ ঘরের বউ’দের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে জন্য
গত কয়েকমাস আগে এই প্রকল্পে নগদ ৫০০- ১০০০ টাকা চালু করেছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসে হাত গরম হবে ঘরের বউ দেরও।

৪. কৃষকদের বার্ধক্য ভাতা—
রাজ্যের
কৃষক ভাইদের মধ্যে যে সকল কৃষক বার্ধক্যজনিত কারণে বা বয়স ভারে চাশের মাঠে
যেতে পারেন না মূলত তাদের জন্যই এই প্রকল্পের আওতায় মাসে নগদ ১০০০ টাকা
ভাতা দেয় রাজ্য সরকার। এ মাসে তারাও পাবেন তাদের প্রাপ্য সুবিধার টাকা।

৫. কৃষকবন্ধু প্রকল্প—
এই
প্রকল্পের সুবিধাটি পুরোমাত্রায় ভোগ করেন রাজ্যের চাষি ভাইরা। প্রকল্পের
আওতায় কৃষি কাজে নিযুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের চাশের সুবিধার্থে নগদ
২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। এ মাসে তাদের হাতেও পরবে টাকা।

৬. বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা—
এই
প্রকল্পের আওতায় রাজ্যের সবকতি জেলার বার্ধক্য, বিধবা অর্থাৎ স্বামীহারা
এবং প্রতিবন্ধী মানুষ দের মাসে নগদ ১০০০ টাকা ভাতা হিসাবে প্রদান করা হয়। এ
মাস অর্থাৎ চলতি আগস্ট মাসে টাকা পেয়ে মুখে চওড়া হাসি ফুটবে তাদেরও।
সবশেষে ‘জয় জোহার’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের পিছিয়ে পড়া
সম্প্রদায় ভুক্ত মানুষকে মাসিক ১০০০ টাকা ভাতা প্রদান করা হয়ে থাকে । তবে
এই প্রকল্পের আওতায় মূলত ৬০ বছরের বেসি বয়সের মানুষকেই সাহাজ্য করা হয়ে
থাকে। এ মাসে তারাও তাদেরকেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবে না রাজ্যের মা
মাটি মানুষের সরকার।  

এ ছাড়াও ‘লোকো প্রসার প্রকল্পে’ রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা যেমন তাদের নির্দিষ্ট প্রাপ্য ভাতার টাকা এ মাসে পাবেনই তেমনি
রাজ্য
সরকারের সবচাইতে জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী এবং রুপশ্রী’ তে নথিভুক্ত
যুবক- যুবতীরা এ মাসেই তাদের প্রাপ্য টাকা পাবেন পাশাপাশি রাজ্য সরকার
দ্বারা চালুকরা রাজ্যের তপশীলি জাতী এবং উপজাতী ও ওবিসি ক্যাটাগরির
ছাত্র-ছাত্রীরা যে ওয়েসিস বৃত্তি পান তারাও এ মাসে তাদের টাকা ব্যাংক
অ্যাকাউন্টে পেয়ে যাবেন নিশ্চিত।

GJ Team

Recent Posts

রাজ্যে একাধিক গ্রুপ সি কর্মী নিয়োগ, জেলায় চাকরির পোস্টিং – WB Govt DM Office Recruitment

WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…

December 18, 2024

রাজ্যে University তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB University JRF Recruitment

WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…

December 13, 2024

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

This website uses cookies.