LIC Scheme Update :ভারত সরকার দেশের মহিলাদের জন্য দারুন এক প্রকল্পের সূচনা করেছেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলারা মাসিক ৭,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। প্রকল্পটি সূচনা হতে না হতেই এক মাসের মধ্যে ৫০ হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে। দশম শ্রেণি পাস যোগ্যতায় দেশের প্রত্যেক মহিলা আবেদন জানাতে পারবেন।
নিম্নে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – প্রকল্পটির নাম কি? কারা কারা আবেদন জানাতে পারবেন? আবেদনের কি যোগ্যতা চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের পদ্ধতি? প্রভৃতি আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে যাচাই-বাছাই এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
বিমা সখী যোজনা:
আজকের প্রতিবেদনে ভারত সরকারের জনপ্রিয় যে প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রকল্পটির নাম হল বিমা সখী যোজনা। এই যোজনাটি মূলত দেশের মহিলাদের জন্য সূচনা করা হয়েছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন। যা বর্তমানে বেশ সাফল্য অর্জন করেছে। বর্তমানে বীমা সখী যোজনায় মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ৫২,৫১১ টি। এর মধ্যে ২৭,৬৯৫ জন বীমা সখিতে পলিসি বিক্রির জন্য নিয়োগপত্র দিয়েছে এবং ১৪,৫৮৩ জন বিমা সখি পলিসি বিক্রি শুরু করেছেন।
আগামীতে রেজিস্ট্রেশনের সংখ্যা আরো বৃদ্ধি পেতে চলেছে। এলআইসি সিইও সিদ্ধার্থ মোহান্তি বলেন, আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে একজন করে ‘বিমা সখী’ নিয়োগ করা। বীমা সখি যোজনায় কর্মরত মহিলাদের পলিসি বিক্রির উপরে কমিশনের পাশাপাশি বীমা সখীদের তিন বছরের জন্য মাসিক সাম্মানিক ভাতা প্রদান করা হয়। তাই যে সমস্ত মহিলারা নিজের পায়ে দাঁড়াতে চান তারা বীমা সখি যোজনায় রেজিস্ট্রেশন করতে পারেন। কারণ এই যোজনার মাধ্যমে সুব সহজে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন।
বিমা সখী যোজনার সুবিধা:
বর্তমানে বিমান সখী যোজনায় অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তাই আগ্রহী মহিলারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আগামীতে এই যোজনার প্রধান লক্ষ্য দেশের প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে একজন করে ‘বিমা সখী’ নিয়োগ করা। বীমা সখী যোজনায় যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের উপার্জনের প্রধান মাধ্যম হল স্কিমে পলিসি বিক্রির উপরে কমিশন যে রয়েছে সেই কমিশন। তাই যে যত বেশি পলিসি করতে পারবেন তার উপার্জন এর পরিমাণ তত বৃদ্ধি পাবে। শুরুর তিন বছর বীমা সখি দের মাসিক সাম্মানিক ভাতাও প্রদান করা হবে।
বিমা সখীকে প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছরে মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। তাই আপনি নতুন পলিসি করতে না পারলেও অন্যতম মাসিক ভাতা সরকারের তরফ থেকে প্রদান করা হবে। এছাড়াও মহিলা এজেন্টরা তাদের বিমা পলিসির উপর ভিত্তি করে কমিশন পেতে পারেন।
HDFC Bank Job Recruitment : ব্যাংকের চাকরির সপ্ন পূরণ করুন এই ভাবে আবেদন করে
আবেদন যোগ্যতা:
LIC আগামী তিন বছরে দেশে প্রায় ২ লক্ষ ‘বিমা সখি’ নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে। বীমা সখি যোজনায় আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে।
- বিমা সখী যোজনায় কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন।
- আবেদনকারী মহিলাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড থাকতে হবে।
- আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৭০ বছরের মধ্যে হতে হবে।
- যে সমস্ত মহিলারা দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন,তারা আবেদন করতে পারবেন।
HDFC Bank Job Recruitment : ব্যাংকের চাকরির সপ্ন পূরণ করুন এই ভাবে আবেদন করে