যে সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড( LIC Housing Finance Limited) নতুন আলোর সন্ধান দিয়েছে। সাম্প্রতিক সময়ে এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড (LIC Housing Finance Limited ) ২০০ টিরও বেশি পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। LIC HFL জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি তে জানিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা ২৫ শে জুলাই ২০২৪ থেকে ১৪ই আগস্ট ২০১৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।LIC Company Job Recruitment
পদের নাম- এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড (LIC Housing Finance Limited ) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)পদে কর্মী নিয়োগ করবে।
শূন্য পদের সংখ্যা– জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)এর জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ২০০ টি।
বেতন সীমা- যে প্রার্থীরা এলআইসি হাউসিং ফাইনান্স লিমিটেড (LIC Housing Finance Limited ) এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) পদে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে বেতন পাবেন ৩২ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে।
LIC Housing Finance Limited এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা-
LIC Housing Finance Limited এর কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানেই আবেদন করতে গেলে প্রার্থীদের ন্যূনতম কিছু যোগ্যতা থাকা প্রয়োজনীয়। সেই যোগ্যতাগুলি নিয়ে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে (Junior Assistant)আবেদনের জন্য প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস হতে হবে।
বয়স (Age) – এই ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে, ১লা জুলাই ২০২৪ অনুসারে।
আবেদন পদ্ধতি (Application Process)-
১) LIC Housing Finance Limited এর জুনিয়র
অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
২) এরপর ক্যারিয়ার অপশনে গিয়ে অনলাইনে আবেদনের অপশনটি নির্বাচন করতে হবে।
৩) এরপর নিজের যাবতীয় তথ্য সঠিকভাবে ইনপুট করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৪) শেষে আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি (Application Fees)- এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের আবেদন ফি হিসেবে ৯৪৪ টাকা জমা করতে হবে। প্রার্থীরা ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ওয়ালেট সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই আবেদন পত্রের ফি জমা করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)– অনলাইনের পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে LIC Housing Finance Limited তাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এ্য পদের জন্য কর্মী বাছাই করবে। Written by Nupur Chattopadhyay
Official Notification : Download
SSC Stenographer Recruitment 2024:- যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এবার দুর্দান্ত একটি সুখবর এসেছে। সাম্প্রতিক সময়ে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বেশ কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা দেখে নিন যে স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি কি রয়েছে। Central Government Job Recruitment
পদের নাম- স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
শূন্য পদের সংখ্যা– স্টেনোগ্রাফার পদে শূন্যস্থান রয়েছে ২০০৬ টি।
বেতন পরিকাঠামো- বেতন পরিকাঠামো জানার জন্য বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।।
স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্ৰাফার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের আবেদন করতে গেলে বিভিন্ন যোগ্যতা থাকা বাঞ্ছনীয়।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে গেলে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ হওয়া বাঞ্ছনীয়।
বয়স– এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১/০৮/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এসটি, এসসি, ওবিসি ও PWBD ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
১) স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে (ssc.gov.in) যেতে হবে।
২) এরপর হোমপেজে নিয়ে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে
৩) এরপর আবেদন জমা দেওয়ার লিংকটি তে ক্লিক করে নিজের নাম অভিভাবকের নাম ঠিকানা সমস্ত সঠিকভাবে ইনপুট করতে হবে।
৪) প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পরীক্ষার ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন পত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে।
আবেদনের মূল্য- এই পরীক্ষার ক্ষেত্রে ওবিসি ও জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মুল্য দিতে হবে ১০০/- টাকা এবং এসটি এসসি ক্যাটাগরির প্রার্থীদের কোনো প্রকার আবেদন মুল্য দিতে হবে না।
আবেদন জমা দেওয়ার সময়সীমা– গত ২৬ জুলাই ২০২৪ থেকে আবেদন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে চলবে আগামী ১৭ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া- এই পরীক্ষায় প্রার্থী বাছাই করা হবে অনলাইন ভিত্তিক পরীক্ষা (CBT), স্টেনোগ্রাফি দক্ষতা পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে। Written by Nupur Chattopadhyay
Official Notification : Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…
WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। …
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…
মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…
This website uses cookies.