সাইন্স সিটিতে অফিস স্টাফ সহ বহু পদে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশে আবেদন করুন – Kolkata Science City Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতা সাইন্স সিটিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দীর্ঘদিন যাবৎ কোনো চাকরির প্রতীক্ষায় বসে ছিলেন, তাহলে অনায়াসে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। যেহেতু কলকাতা সায়েন্স সিটিতে এই নিয়োগ করা হবে তাই চাকরির ক্ষেত্রে বাংলার বাইরে যেতে হবে না। কলকাতার মতো বড় শহরে থেকেই চাকরিটি করতে পারবেন। এছাড়াও এই চাকরিতে বেতন খুব ভালো রয়েছে। তাই আর দেরি না করে আসুন চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য গুলি জেনে নেওয়া যাক। Kolkata Science City Job Recruitment

Kolkata science city job recruitment

পশ্চিমবঙ্গে সাইন্স সিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ( Kolkata Science City Job Recruitment) 

• এমপ্লয়মেন্ট নং : কলকাতা সাইন্স সিটির তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার এমপ্লয়মেন্ট নং হল 08/2024।

• নিয়োগকারী সংস্থা: এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM) কলকাতা দপ্তরের তরফ থেকে করা হবে।

১. পদের নাম : কলকাতা সাইন্স সিটির তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম শূন্য পদটির নাম হল অফিস অ্যাসিস্ট্যান্ট‌ পদ।

মোট পদের সংখ্যা : অফিস এসিস্ট্যান্ট পদে মোট শূন্যপদ ৬ রয়েছে টি, যার মধ্যে UR দের জন্য রয়েছে ৩ টি শূন্য পদ, SC চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ১ টি পদ এবং OBC চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ২ টি শূন্য পদ।

যোগ্যতা : এই নিয়ে প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারী কে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে।

২. পদের নাম : এই নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় শূন্য পদটির নাম হল টেকনিশিয়ান (কার্পেন্টার, ড্রাফটসম্যান, ফিটার, ইলেকট্রনিক্স)।

মোট পদের সংখ্যা : টেকনিশিয়ান পদে মোট শূন্য পদে রয়েছে ৬ টি, যার মধ্যে UR দের জন্য রয়েছে ১ টি, SC চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ১ টি এবং EWS চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ৪ টি শূন্য পদ।

যোগ্যতা : টেকনিশিয়ান পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাস পাশাপাশি শুন্য পদ গুলির সংশ্লিষ্ট বিভাগে ITI সম্পূর্ণ করতে হবে। এছাড়াও নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বয়স সর্বচ্চ ৩৫ বছরের মধ্যে থাকতে হবে।

• মাসিক বেতন : কলকাতা সাইন্স সিটির নিয়োগ কারীদের ন্যূনতম ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা মধ্যে বেতন দেয়া হবে। পরবর্তীকালে বেতনের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

• আবেদন পদ্ধতি :

এই আবেদন প্রক্রিয়াটি অনলাইন সম্পূর্ণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিশিয়াল ওয়েবসাইট ncsm.gov.in/notice/career ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর নির্দেশ মতো তথ্য প্রদানের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র গুলি হল- রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, পরিচয় পত্র, কম্পিউটার সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট প্রভৃতি।

• আবেদন ফি :

এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৮৫ টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী, মহিলা চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য প্রয়োজন নেই।

• আবেদন শেষ তারিখ :

অনলাইনে আবেদন প্রক্রিয়ার ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। তাই এখনো আপনি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে না থাকলে দ্রুত অংশগ্রহণ করুন।
এছাড়া ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 

Leave a Comment