রাজ্য ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ । জানানো হয়েছে, রাজ্যের বেকার যুবক যুবতীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতীরা শুধু উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে তারা সকলে এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। জানানো হয়েছে, সফল হলে প্রার্থী HDFC Bank এ নিয়োগ করা হবে।যারা HDFC Bank এ চাকরি করতে ইচ্ছুক তারা সকলে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। HDFC Bank Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :Customer Service Officer. Back Office Executive. Casa Officer. Branch Relationship Manager Brm. Senior Sales Officer (Sso) & Others
শূন্যপদ সংখ্যা : এক্ষেত্রে শূন্যপদ সংখ্যা রয়েছে একাধিক ।
শিক্ষাগত যোগ্যতা : HDFC ব্যাংকে চাকরি করতে আগ্রহীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য হলেই হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকলে উপযুক্ত পদে নিযুক্ত করা হবে।
বয়সসীমা : HDFC Bank এ চাকরি করতে আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন : 18000 -28000 টাকা
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই শূন্যপদ গুলি পূরণ করা হবে।
কীভাবে আবেদন করতে হবে : এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জমা করার সুযোগ দেওয়া হবে।
1. প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে এবং তারপর Apply অপশন ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে ।
2.সর্বপ্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। তার জন্য দরকার বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস।
3. এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইন ফর্ম ফিলাপ শুরু করতে হবে ।
4.তারপর অনলাইনে আবেদন করতে চাওয়া নথিপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করে ফাইনাল সাবমিট করতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে : এক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে শুধু ইন্টারভিউ এর মাধ্যমে। প্রথমে শর্ট লিস্ট তৈরি করে তারপর সেই লিস্ট অনুযায়ী ডেকে নেওয়া হবে। ফোন বা অন্য মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়োগ করা হবে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ চেক করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন –
Official Notice : Download .
Join Telegram Channel : Click Here