ফের নয়া প্রকল্প, যোগ্য হলে মাসে মাসে পাবেন 8000 টাকা -Central Govt Scheme

Published by
GJ Team

দেশবাসীর জন্য এক নতুন নতুন সুখবর দিচ্ছে সরকার পক্ষ। বর্তমানে দুই সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর জন্য একের পর এক সুসংবাদ। রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্য বাসীর জন্য নতুন নতুন বহু ধরনের প্রকল্প নিয়ে আসেন। এদিকে কেন্দ্র সরকারও থেমে নেই। অন্যদিকে দেশবাসীর কথা মাথায় রেখে বেশ কিছু জনমুখী প্রকল্পের খোজ নিয়ে আসেন তিনিও। তবে যাই হোক, ভোটকে সামনে রেখে প্রতিবারই দেশের জনতার জন্য কিছু না কিছু উপহার আনা হয়। Central Govt Scheme

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য দেশজুড়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্য সরকার । এদিকে কেন্দ্র সরকারও এমন কিছু প্রকল্প নিয়ে আসেন যার ফলে দেশবাসীর বিরাট উপকার হচ্ছে। তবে ভোটের মুখে এমন এক স্কিমের ঘোষণা করা হয়েছে, যেখানে মাস পার হলেই পাবেন প্রায় 8,000 টাকা। কীভাবে এই আর্থিক সাহায্য পাওয়া যাবে? কীভাবেই বা আবেদন করা যাবে ? আসুন তাহলে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Govt Scheme

 

রাজ্য সরকার বিভিন্ন শ্রেণির মানুষের জন্য বহু ধরনের জনমুখী প্রকল্পের (WB Govt Scheme) সূচনা করেন। বিশেষ করে বেকারদের কথা মাথায় রেখে মাসে মাসে 1500 টাকা করে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রদান করে থাকেন। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে 1000 ও 1200 টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও রাজ্যের কন্যাদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে, যার দ্বারা তিনি পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এছাড়াও মেয়েদের বিয়ের সময় রুপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা দেওয়া হয়ে থাকে। Central Govt Scheme

 

এবার আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের জন্য এমন এক স্কিম নিয়ে উপস্থিত হয়েছি, যার মাধ্যমে যোগ্য হলে মাসে মাসে পাওয়া যাবে প্রায় 8000 টাকা পর্যন্ত। এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ বা উচ্চ স্তরে পড়াশোনা করে এমন পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় থাকবেন। এই প্রকল্পের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য প্রতি মাসে প্রায় 8,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। চলুন তাহলে কি ভাবে আবেদন করা যাবে? কি যোগ্যতা লাগবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।Central Govt Scheme

 

আবেদন প্রক্রিয়া : এক্ষেত্রে সবথেকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

1. অনলাইনে আবেদন করতে সর্বপ্রথম কেন্দ্র সরকারের NSP-র অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে

2. এরপর ইশান উদয় স্কলারশিপে ক্লিক করে প্রক্রিয়া শুরু করতে হবে

3. এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করতে হবে

4. এরপর নির্দেশ মতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ আপলোড করতে হবে

5. শেষে সব ঠিকঠাক ভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে

 

কীভাবে আর্থিক দেওয়া হবে  :

1. যারা সাধারণ ভাবে পড়াশোনা করছে বা উচ্চ শিক্ষা বা ডিগ্রির জন্য পড়াশোনা করছেন তাদের যতদিন পর্যন্ত পড়াশোনা চলবে ততদিন পর্যন্ত মাসে মাসে 5800 টাকা দেওয়া হবে।

2. এছাড়াও যারা চিকিৎসা প্যারামেডিকেল কোর্সের জন্য ভর্তি হবেন, তাদের প্রতি মাসে দেওয়া হবে 7800 টাকা।

 

 আবেদন জানাতে পারবেন কে বা কারা : 

1. অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে ভালো নম্বর নিয়ে পাস করতে হবে থাকত

2.  পরিবারের বাৎসরিক আয় 4.5 লাখের কম হতে হবে

3. ওই প্রার্থীকে অবশ্যই UGC-র নিয়ম অনুসারে কমপক্ষে প্রথম বর্ষে ভর্তি হতে হবে

4. এই সুবিধা পাবেন রাজ্যের একাধিক রাজ্যের বাসিন্দা হলে

 

জরুরি ডকুমেন্টস : আবেদন করতে প্রার্থীর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে। প্রার্থীর পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের ছবি, জাতিগত সংশয় পত্র, যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য।

ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment

Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)

2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ALP

2. Trains Manager ( Goods Guard)

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notification : Download

GJ Team

Recent Posts

রাজ্যে একাধিক গ্রুপ সি কর্মী নিয়োগ, জেলায় চাকরির পোস্টিং – WB Govt DM Office Recruitment

WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…

December 18, 2024

রাজ্যে University তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB University JRF Recruitment

WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…

December 13, 2024

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

This website uses cookies.