সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

Central government scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই আবেদন করুন ভারত সরকারের এই পেনশন যোজনায়। কিভাবে আবেদন করবেন বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হলো। আমাদের যখন উপার্জনের ক্ষমতা থাকে তখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি না। ‌ ভবিষ্যতের কথা না ভাবাই আমাদের বড় ভুল। ‌শেষ‌ বয়সে আর্থিক টানা পূরণ নিয়ে বাঁচতে হয়। কারণ বৃদ্ধ বয়সে আপনার রোজগার বন্ধ থাকবে।‌ তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে এমন কিছু করে রাখুন যাতে বৃদ্ধ বয়সে বসে বসে নিশ্চিন্তে আপনার দিন যাপন হয়। Central Government Scheme

কেন্দ্রীয় সরকারের এমনই একটি জনপ্রিয় প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনার মাধ্যমে মাত্র ৭ টাকা জমা করে ৬০ বছরের ঊর্ধ্বে গিয়ে আপনি বসে বসে ৫ হাজার টাকার পেনশন পাবেন। Central Government Scheme

• আবেদন পদ্ধতি :-

অটল পেনশন যোজনা (Atal Pension Yojan) অংশগ্রহণ করতে আপনারা আপনার নিকটবর্তী ব্যাংকের শাখা, আর্থিক প্রতিষ্ঠান, পোস্ট অফিস যোগাযোগ করতে পারেন। উক্ত প্রতিষ্ঠানে গিয়ে অটল পেনশন যোজনায় আবেদনের ফর্মটি পূরণের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের পর মাসিক অনলাইন অথবা সরাসরি ব্যাংক শাখায় টাকা জমার মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে পেনশনের সুবিধা পাবেন।

• প্রয়োজনীয় নথিপত্র :-

কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনায় অংশগ্রহণকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

  • ১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নাগরিকের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড আবশ্যিক।
  • ২. যেকোনো ব্যাংক শাখায় অথবা পোস্ট অফিসে আবেদনকারীর একটি বৈধ একাউন্ট থাকতে হবে।
  • ৩. আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, যেখানে sms মাধ্যমে আপনার একাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
  • ৪. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আবশ্যক।

• আবেদন তারিখ :-

২০১৫ সালে চালু হওয়া পেনশন যোজনায় বর্তমানে ভারতবর্ষের কোটি কোটি জনগণ অংশগ্রহণ করেছেন। বেশ কিছু ব্যাক্তি পেনশনের মেয়াদ শেষ হওয়ায় পেনশনের সুবিধা পাচ্ছেন। তাই আপনি এখনো অটল পেনশন যোজনায় আপনার নাম নথিভুক্ত না করে থাকলে এখনই নিকটবর্তী আপনার ব্যাংক শাখা অথবা পোস্ট অফিসে যোগাযোগ করুন। এই পেনশন নাম নথিভুক্ত করার কোন সময়সীমা নেই অর্থাৎ বছরের যে কোন সময় নিকটবর্তী পোস্ট অফিস অথবা ব্যাংক শাখায় সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন।

• মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক ৫ হাজার টাকার পেনশন :-

বিগত ২০১৫-১৬ অর্থ বছরে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা সূচনা করেছিলেন। বর্তমানে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলছে। যে কোন ভারতীয় নাগরিক যাদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনকারীর যতদিন পর্যন্ত ৬০ বছর না হচ্ছে ততদিন পর্যন্ত প্রকল্পে বিনিয়োগ করে যাবেন। পরবর্তীকালে ৬০ বছর পূর্ণ হলে আবেদনকারীর মোট জমানো অর্থে হিসেবে ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাবেন।

Jio Diwali Free Offer: টানা 3 মাস পাবেন ফ্রী ইন্টারনেট, সুযোগ পেতে বিস্তারিত পড়ুন

পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি দ্বারা পরিচালিত এই পেনশন স্কিমের অন্তর্গত ব্যক্তির যদি মৃত্যু ঘটে, সেই ক্ষেত্রে পেনশন হোল্ডারের স্বামী অথবা স্ত্রী পেনশনের টাকা পাবেন। হিসেব অনুযায়ী ১৮ বছর বয়সী কোন ব্যক্তি যদি ষাট বছরের পর ৫০০০ টাকা মাসিক পেনশন পেতে চান তাহলে তাদের মাসিক ২১০ টাকা জমা করতে হবে। অর্থাৎ দৈনিক হিসাব করলে দেখা যায় টাকার পরিমাণ দাঁড়ায় মাত্র ৭ টাকা। Central Government Scheme

১৮ বছর থেকে ৬০ বছর অব্দি দৈনিক ৭ টাকা বিনিয়োগ করতে হবে তারপর বৃদ্ধ বয়সে মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাবেন। এবার ১৮ বছর বয়সী কোন ব্যক্তি যদি মাসিক ১ হাজার টাকা পেনশন পেতে চান তাহলে আবেদনকারী ব্যক্তিকে মাসিক মাত্র ৪২ টাকা করে জমা করতে হবে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now