২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে কর ত্রাণ এবং অন্যান্য ভর্তুকির আশায় বসে রয়েছে বহু সেক্টর থেকে বিভাগগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এইবারের বাজেটে মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু নীতিমালার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে এই বাজেটের মাধ্যমে। যেমন কোনো কিছুর ভর্তুকি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমতে পারে প্রভৃতি। Central Government Scheme
ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে মুদ্রা প্রকল্পের অধীনে মহিলা উদ্যোক্তাদের ৩০ কোটি টাকার ঋণ দেওয়া হবে বলে। এই ঋণ দেওয়ার পাশাপাশি ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এবং এক কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। Central Government Scheme
বিশেষজ্ঞ মহল মনে করছেন যে ২০২৪ সালের পূর্ণ সময়ে বাজেটে মহিলাদের জন্য বিশেষ সুবিধা দিতে পারে কেন্দ্র সরকার। মহিলাদের উন্নতির কথা ভেবে ভর্তুকি এবং গুরুত্বপূর্ণ কিছু পণ্যের দাম কমাতে পারে। রান্নার গ্যাস এবং স্বাস্থ্যপরিসেবাতে বিশেষ কিছু ভর্তুকি ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এমনকি মহিলাদের জন্য বিশেষ কিছু কর ছাড়ও দিতে পারে বর্তমান সরকার পক্ষ। কিন্তু মহিলাদের জন্য এই ছাড় নির্ভর করবে তার বিবাহ, কর্মসংস্থানের অবস্থা কিংবা পিতামাতার দায়িত্বের মতো বিষয়গুলির উপর।
বিবাহের স্থিতি- বিবাহিত দম্পতিদের জন্য ট্যাক্স ক্রেডিটগুলিতে কিছু ছাড়ের সুবিধা দিতে পারে কেন্দ্র সরকার।
কর্মসংস্থানের অবস্থা- যে সকল মহিলারা কর্মজীবী রয়েছেন তাদের ব্যয় অবসর গ্রহণের অবদান বা শিক্ষা ব্যয় সম্পর্কিত কর কর্তনের জন্য যোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
পিতা মাতার দায়িত্ব- যে মহিলাদের সন্তান আছে তারা ট্যাক্স ক্রেডিট করের সুবিধা পেতে পারে। যেমন ধরুন চাইল্ড কেয়ার ভর্তুকি বা শিক্ষা সঞ্চয় পরিকল্পনার জন্য বিভিন্ন ছাড়ের যোগ্য হতে পারে।
আর এস এম ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা ডঃ সুরেশ সুরানার মত কেন্দ্র সরকার বিশেষত মহিলাদের জন্য রিয়াদযোগ্য ট্যাক্স স্ল্যাব হার পুনরায় চালু করতে পারে। নারীদের অর্থনৈতিক ক্ষমতা আয়নের জন্যই এই উদ্যোগের উদ্দেশ্য হতে পারে। Central Government Scheme
অভিভাবকদের জন্য কর কমানো– সুরেনা জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ছাড়াও ভারতের বাইরে বিভিন্ন দেশে পিতা মাতাদের জন্য বিশেষভাবে ট্যাক্সের ছাড় দেওয়া হয়। আর এই ট্যাক্সের ছাড়ের ফলে একক মাইরের জন্য বিশেষভাবে উপকার হয়। আর এই ধরনের ক্রেডিটগুলি সন্তান লালন পালনের খরচ কমাতেও সাহায্য করে।
চিকিৎসা ব্যয়- সুরেনার মতে চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন বিশেষত মহিলাদের জন্যই প্রাসঙ্গিক হতে পারে, যে সকল মহিলারা উচ্চস্বাস্থ্যের যত্নের জন্য খরচ বহন করে। মহিলাদের দ্বারা নেওয়া পলিশির উপর মেডিক্লেম বীমার জন্য বর্ধিত করে ছাড় দেওয়া হতে পারে।
ব্যবসায় ছাড়- যে মহিলাদের নিজস্ব ব্যবসা আছে তাদের ব্যবসায়িক ব্যয় এর উপর করের ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। Written by Nupur Chattopadhyay
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :
1. আবেদন পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
4. বাসিন্দা প্রমাণ
5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
6. বিবাহের প্রমাণ
7. অভিজ্ঞতা ( যদি থাকে)
8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।
পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।
মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা
আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ :ডাউনলোড
WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…
WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…
বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। …
রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…
মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…
This website uses cookies.