Categories: DAILY NEWSWB PRAKALPO

PMSYM Yojna : এই স্কিমে প্রতিমাসে পাবেন 3000 টাকা, কীভানে ও কারা পাবেন? রইল বিস্তারিত

Published by
GJ Team

PMSYM Yojana 2024: আজকে যেই প্রকল্পটি নিয়ে আলোচনা করব এই প্রকল্পটি হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প (Scheme)। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর একটির পর একটি নতুন প্রকল্প চালু করে চলেছেন। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হল এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM)।এই প্রকল্পের মাধ্যমে দেশের অনেক শ্রমিক বিভিন্ন সুবিধা পেয়ে থাকবে। প্রকল্পটির মাধ্যমে শ্রমিকদের মাসে মাসে একাউন্টে 3000 টাকা করে কেন্দ্র সরকার দেবে। কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করতে হবে প্রভৃতি জানার জন্য প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।Central Government Scheme

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) কি?

দেশের সমস্ত অসংগঠনিক শ্রমিকদের সুবিধার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পটি শুরু করেছেন। প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM)। এই প্রকল্পের মাধ্যমে অসংগঠনিক শ্রমিকরা ৬০ বছর পূর্ণ হওয়ার পর মাসে 3000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। প্রকল্পটিতে কিছু পরিমাণ টাকা আপনাকে মাসিক জমা করতে হবে। আর সরকারও সেই পরিমাণ টাকা আপনার খাতায় দেবে। ৬০ বছর বয়স পূর্ণ হলে তারপর মাসে মাসে পেনশন রূপে আপনি সেই টাকা গুলি পাবেন।Central Government Scheme

কারা কারা আবেদন করতে পারবেন ?

1)এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
2)আবেদনকারী শুধুমাত্র অসংগঠনিক শ্রেণীর শ্রমিক হলে আবেদন করতে পারবেন ।
3)এছাড়াও আবেদনকারীর বয়স সীমা 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
4) আবেদনকারীর মাসিক আয় 15 হাজার এর মধ্যে থাকতে হবে ।
5)আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক থাকতে হবে ।
6)এছাড়াও সরকারি কর্মচারী, কর্মচারী ভবিষ্যৎ তহবিল, ন্যাশনাল পেনশন স্কিম, এমপ্লয়ীজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন এর সদস্যরা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

আবেদনের পদ্ধতি

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রতিবেদনের শেষে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC)গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার যাবতীয় তথ্য বা ডকুমেন্ট প্রদান করতে হবে । যেমন নাম, ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয় পত্র, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার ইত্যাদি। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে আপনাকে একটি কার্ড প্রদান করা হবে। এছাড়া আরো বিশদ জানার জন্য1800 267 6888 এই হেল্পলাইনে কল করে যাবতীয় তথ্য জানতে পারেন। এছাড়াও labour.gov.in/pmsym এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।

ভারতীয় রেলের ফের এক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে, দেশের সমস্ত যোগ্য বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। নিচে শূন্যপদ,যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Railway RCCSER Job Recruitment

Notification No. SER/P-HQ/RRC/GDCE/2024

 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

1. অনলাইন আবেদন করতে প্রথমে rccser.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ( তবে আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নেওয়া ভালো)

2. এরপর আপনার প্রয়োজনীয় তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে

3. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে

4. সবশেষে ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে

 

আবেদন ফী : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট, পরে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং শেষে মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

পদের নাম সমূহ : এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুই ধরনের পদে নিয়োগ করা হবে।

1. ALP

2. Trains Manager ( Goods Guard)

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 1202 টি

 

বয়সসীমা : যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 42 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগে বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পে কমিশন 7 এর লেভেল 5 ও 2 অনুযায়ী 5200-20200 টাকা সঙ্গে গ্রেট পে যথাক্রমে 1900 ও 2800 টাকা।

 

আবেদন করার শেষ তারিখ : অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন 12-06-2024 তারিখ পর্যন্ত।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notification : Download

GJ Team

Recent Posts

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

Jio Diwali Free Offer: টানা 3 মাস পাবেন ফ্রী ইন্টারনেট, সুযোগ পেতে বিস্তারিত পড়ুন

দীপাবলি উপলক্ষে Jio দুর্দান্ত অফার। তিন মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। আপনি একজন…

October 17, 2024

Bandhan Bank এ জেলায় জেলায় চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করে ফেলুন -জানুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন সুসংবাদ। এবার বেকার প্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকে চাকরির…

October 17, 2024

This website uses cookies.