SSC-র মাধ্যমে মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করে ফেলুন -Central Government Recruitment

চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি সুখবর সামনে এসেছে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাক্সিং স্টাফ এবং হাভালদার নিয়োগ হতে চলেছে। যে প্রার্থীরা এতদিন সরকারি চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের সামনে রয়েছে এক বড় ধরনের সুযোগ।SSC Job Recruitment

Ssc

পদের নাম- স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাক্সিং স্টাফ এবং হাভালদার নিয়োগ হতে চলেছে।

যোগ্যতা-১) এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।

২) প্রার্থীদের যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী বা সমতুল্য পাশ হতে হবে।

বয়স– ১) মাল্টি টাক্সিং স্টাফ পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে18-25 বছরের মধ্যে (জন্ম 02-08-1999 এর আগে নয় এবং 01-08-2006 এর পরে নয়)।

২) হাভালদার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে (জন্ম 02-08-1997 এর আগে নয় এবং 01-08-2006 এর পরে নয়)।

মোট শূন্য পদের সংখ্যা-মাল্টি-টাস্কিং স্টাফ এর ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা (MTS) 4887, অপরদিকে
হাভালদারের ক্ষেত্রে রয়েছে (CBIN/CBN) 3439 টি।

জন অনুসারে শূন্য পদের সংখ্যা-
ঔরঙ্গাবাদ 6
বেঙ্গালুরু 131
ভোপাল 157
ভুবনেশ্বর 71
চণ্ডীগড় 79
চেন্নাই 135
দিল্লী 10
গোয়া 13
গুয়াহাটি 140
হায়দ্রাবাদ ৩৩৯
জয়পুর 74
কলকাতা 353
লখনউ 72
মুম্বাই 304
পুনে 19
রাঁচি 138
তিরুবনন্তপুরম 75
ভাদোদরা 550
কাস্টমস চেন্নাই 140
কাস্টমস গোয়া 18
কাস্টমস কলকাতা 97
কাস্টমস মুম্বাই 23
কাস্টমস তিরুবনন্তপুরম 37
বিশাখাপত্তনম 17
সিবিএন 269
ডিজিপিএম 182

আবেদন পদ্ধতি- এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে www.ssc.gov.in-। স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আগের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন পর্ব শেষ হলে চাকরির ফর্মটি নির্ভুলভাবে ইনপুট করে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলি সাবমিট করতে বলা হয়েছে সেগুলিকে সাবমিট করতে হবে। পরিশেষে পরীক্ষার ফিজ জমা দিতে হবে।Central Government Recruitment

পরীক্ষার ফি- স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষার জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা জমা করতে হবে। এর পাশাপাশি SC/ST এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবেনা।

নির্বাচন প্রক্রিয়া- প্রার্থী বাছাই করা হবে অনলাইনের অবজেক্টিভ টাইপ প্রশ্নের পরীক্ষার উপর। তবে এর পাশাপাশি হাভালদারদের মেডিকেল পরীক্ষা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ-অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 27শে জুন 2024 থেকে চলবে 31শে জুলাই 2024 পর্যন্ত।

Official Notification : Download 

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment

wb govt job recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

 

জরুরি নথিপত্র সমূহ : 

1. আবেদন পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

4. বাসিন্দা প্রমাণ

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

6. বিবাহের প্রমাণ

7. অভিজ্ঞতা ( যদি থাকে)

8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।

 

পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।

 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা

 

আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now