Primary Tet

ঘরে বসে অল্প টাকায় মাসে হাজার হাজার আয় করুন, এই আইডিয়া গুলি দেখুন – Business Idea Small Investment

Published by
GJ Team

বর্তমান যুগে আমাদের সমস্ত কাজ অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে। খুব সহজেই আমরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে টাকা উপার্জন করতে পারি। এই পদ্ধতিগুলো বাড়ির গৃহবধূদের যেমন অর্থ উপার্জনের সাহায্য করে তেমনি শিক্ষার্থীদের জন্য আয় করারও একটি ভালো সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে টাকা রোজগার করতে পারলে তাদের পড়াশোনার অতিরিক্ত খরচ চালাতে সাহায্য হবে। এখানে অনলাইনের মাধ্যমে টাকা আয় করার পাঁচটি উপায় নিয়ে বর্ণনা করা হল। Business Idea Small Investment

Business Idea Small Investment

বর্তমান যুগ হলো ডিজিটাল মাধ্যমের সময়। আর এই যুগে ছাত্রছাত্রীরা অনলাইনে মাধ্যমে সহজেই টাকা উপার্জন করতে সামর্থ হবেন। এই টাকা উপার্জনের ফলে ছাত্র-ছাত্রীদের একধারে যেমন আর্থিক স্বাধীনতা লাভ হবে অপরদিকে তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। আজকে আর্টিকেলে অনলাইনে মাধ্যমে সেরা পাঁচটি উপায়ে টাকা উপার্জন করার বিষয়টি তুলে ধরা হল –

অনলাইন টিউশনি বা শিক্ষাদান

অনলাইনের মাধ্যমে টিউশনি বা শিক্ষাদান করে অর্থ উপার্জন করা একটি ভালো মাধ্যম। ভিডিও কনফারেন্স বা ফোন কল বা মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই পড়াশোনার কাজে সাহায্য করতে পারে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এইভাবে পড়াশোনা করা যেতে পারে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমেই টিউশন প্লাটফর্মের দ্বারা শিক্ষার্থী খুঁজে নিতে সমর্থ্য হতে পারে। আবার নিজেদের ব্যক্তিগত ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমেও এই বিষয়টি নিয়ে তারা প্রচার চালাতে পারে। নিজেদের সময় অনুযায়ী তারা কাজটি করতে পারে যে কোনো স্থান থেকে।Business Idea Small Investment

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং হল স্বাধীনভাবে কাজ করার একটি পদ্ধতি মাত্র। এখনকার গৃহবধূ থেকে ছাত্র-ছাত্রী এই ফ্রিল্যান্সিংয়ের কাজের দিকে উদ্যোগী হয়েছে। ফ্রিল্যান্সিং এর সাধারণত লেখালেখি গ্রাফিক্ট ডিজাইনিং প্রোগ্রামিং ফটোগ্রাফি এবং পরামর্শ দেওয়ার মত কাজ রয়েছে। সামাজিক মাধ্যমের পাশাপাশি Upwork, Fiverr, এবং Freelancer এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে।Business Idea Small Investment

সোশ্যাল মিডিয়া ম্যানেজার-

সোশ্যাল মিডিয়াম ম্যানেজার হিসেবে একটি পেজের জন্য শিক্ষার্থীরা কনটেন্ট তৈরি, পোস্ট এর সময়সূচি নির্ধারণ মন্তব্য ও বার্তা পরিচালনা এছাড়াও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাফল্য মাপার জন্য ম্যাট্রিক্স বিশ্লেষণ করে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর কাজের মাধ্যমে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সামর্থ্য হতে পারে।Business Idea Small Investment

অনলাইন সার্ভে

অনলাইন সার্ভে কাজ করে শিক্ষার্থীরা সহজেই টাকা আয় করতে পারে। বিভিন্ন কোম্পানি ও সংস্থা তাদের পণ্যের ব্যবহার বা বাঁচার গবেষণার জন্য সার্ভে পরিচালনা করে থাকে। Swagbucks, Survey Junkie, এবং Toluna এর মতো বিভিন্ন সাইটে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে সার্ভেতে অংশগ্রহণ করতে পারে।

অনলাইনের মাধ্যমে কোর্স বিক্রি

বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আয় করতে পারবেন। ভিডিও লেকচার, কুইজ, অ্যাসাইনমেন্ট ইত্যাদি সংযোগ করে বিভিন্ন বিষয়ের উপর কোর্স তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবে। Udemy, Coursera, Skillshare বা ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে কোর্সগুলো বিক্রি করে টাকা আরনিং করা যেতে পারে। Written by Nupur Chattopadhyay

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতীয় ডাক বিভাগ চাকরির দারুন সুযোগ ।বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় পোস্ট অফিসে গ্রুপ সি নন গেজেটেড পদে কাজের সুযোগ দেওয়া হবে। ভারতের স্থায়ী বাসিন্দা হলে যোগ্যতার নিরিখে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। India Post Job Recruitment

আবেদন পদ্ধতি  : চাকরিপ্রার্থীদের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন পত্রটি পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া রয়েছে। প্রথমে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। এরপর জরুরি তথ্য গুলি নির্ভূল ভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভরে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। India Post Job Recruitment

 

প্রয়োজনীয় নথিপত্র সমূহ :

1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ডের জেরক্স

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স

3. পাসপোর্ট সাইজের ছবি রিসেন্ট

4. আধার কিংবা ভোটার কার্ড জেরক্স

5. টেকনিক্যাল যোগ্যতার জেরক্স

6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) এর জেরক্স

7. ড্রাইভিং লাইসেন্সের জেরক্স

8. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স

 

আবেদন ও পরীক্ষার ফী:  পোস্ট অফিসের বর্তমান নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে অফলাইনে 100 টাকা জমা করতে হবে। এই আবেদন ফী এসসি,এসটি এবং মহিলাদের দিতে হবে না। পরবর্তীতে যারা সফল হবে তাদের জন্য পরীক্ষার ফী হিসাবে আরো 400 টাকা মূল্য জমা করতে হবে। এক্ষেত্রেও এসসি, এসটি এবং মহিলাদের মূল্য জমা দিতে হবে না।

 

বাছাই প্রক্রিয়া : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন, তাদের নিয়োগ করা হবে কম্পিটিটিভ ট্রেড টেস্টের মাধ্যমে। এছাড়াও আরও অন্যান্য প্রক্রিয়া অবলম্বন করতে হতে পারে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করে দেখে নিবেন। India Post Job Recruitment

 

পদের নাম : গ্রুপ সি লেভেলের নন গেজেটেড বিভিন্ন ট্রেডে স্কিল আর্টিশিয়ান নিয়োগ করা হবে।

 

বয়সসীমা : সাধারণত বয়স থাকতে হবে নূন্যতম 18 বছর থেকে 30 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

 

মাসিক বেতন : ভারত সরকারের পে লেবেল ২ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে 19,900 টাকা।

 

 যোগ্যতা :  আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেড্রে সার্টিফিকেট থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা সহ ভেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

 

 আবেদনের আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download

হবে না।

 

নিয়োগ প্রক্রিয়া :যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিউটার বেস্ট টেস্ট পরীক্ষা ও স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন করার তারিখ সমূহ : অনলাইনে আবেদন করতে পারবেন ২১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download

GJ Team

Recent Posts

রাজ্যে একাধিক গ্রুপ সি কর্মী নিয়োগ, জেলায় চাকরির পোস্টিং – WB Govt DM Office Recruitment

WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…

December 18, 2024

রাজ্যে University তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB University JRF Recruitment

WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…

December 13, 2024

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

This website uses cookies.