পুঁজি অতি সামান্য, মুনাফা আসবে হাজার হাজার, এই ব্যবসাগুলি শুরু করুন- Business Idea Small Investment 

করোনার সময় থেকে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করার প্রবণতা বাড়েছে। করোনা শেষ হয়ে যাওয়ার পর ওয়ার্ক ফ্রম হোম উঠে গেলেও বহু মানুষ চায় এখন বাড়িতে থেকেই কাজ করতে। এই প্রতিবেদনে আজকে আমরা এমনই দুটি ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলি বাড়িতে থেকে খুব সহজে কম পুঁজিতে শুরু করা যাবে। Business Idea Small Investment

Business Idea Small Investment 

বিশ্বের মন্দা এবং AI আসার পরে চাকরির হাল খুবই খারাপ। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের পাশাপাশি গোটা বিশ্বেই চাকরির অবস্থা এখন ভালো কিছু নয়। ভারতবর্ষের পাশাপাশি বহু দেশ এখন চাকরি ছাটাই এর পথে নেমেছে। এই পরিস্থিতির জন্য বহু মানুষ চাকরি ছেড়ে এখন ব্যবসার দিকে মন দিয়েছেন।

ব্যবসার কথা বলতেই প্রথমেই মানুষের মনে আসে অর্থের কথা। সকলেই আমরা ভাবি যে ব্যবসা শুরু করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু এই ধারণাটি একদমই ভুল। কম পুঁজি নিয়েও ব্যবসা করা যেতে পারে, তাতে আয় বেশ ভালোই হয়। আজকে যে ব্যবসাটি আইডিয়া দেওয়া হবে সেটি শুরু করতে দশ হাজার টাকা মত খরচ হতে পারে। Business Idea Small Investment

মিনারেল ওয়াটার সাপ্লাই– শহর থেকে গ্রামগঞ্জের সকল মানুষই এখন জল নিয়ে অত্যন্ত সচেতন। তাই তারা মিনারেল ওয়াটার খাওয়ার দিকেই বেশি ঝুঁকছেন। আর এই মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করা যায় কম পুঁজি নিয়ে। কেবলমাত্র ১০ হাজার টাকা হলেই এই ব্যবসা ভালোভাবে শুরু করা যায়। প্রথমদিকে সরবরাহকারীর কোনো আয় না হলেও আস্তে আস্তে আয় বাড়তে থাকবে।

জল সরবরাহ করার জন্য বাড়িতে একটি টোটো বা স্কুটার থাকলে ভালো হয়। আর এর ফলে ২০ লিটারের জলের (Minarel Water) বোতল সরবরাহ করতে বেশ সুবিধাই হয়। আর জল সরবরাহ করার জন্য একজন কর্মীর প্রয়োজন হবে। যিনি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার জন্য সকলের বাড়ি বাড়ি গিয়ে জল সরবরাহ করে দিয়ে আসবে। এই ব্যবসার আরেকটি সুবিধা হল যে নগদ টাকা দিনের দিন পাওয়া যায় বলে রোজগার করাটা বেশ সহজ। এই ব্যবসা করে কোনো ব্যক্তির ৫০ শতাংশ লাভ থাকতে পারে। যত বেশি গ্রাহক জল কিনবে তত বেশি রোজকার করা সম্ভব হবে। যদি ১০০ জন লোককে জল সরবরাহ করা যায় তাহলে জেনে রাখবেন ১৫০০০ টাকা রোজগার হবেই।Business Idea Small Investment

কেক তৈরির ব্যবসা– জন্মদিন, বিবাহ বার্ষিকী, ফার্স্ট জানুয়ারি এইরকম শুভ অনুষ্ঠানে কেক লাগে প্রতিটি পরিবারেই। কেক তৈরির ব্যবসা করলে বেশ ভালো টাকা রোজগার হতে পারে। এ কেক তৈরি মহিলারা অথবা পুরুষরা বা দুজন মিলেই কাজটি করতে পারবেন। এই ব্যবসাটি শুরুর আগে ব্লেন্ডার মেশিন কেনার প্রয়োজন হয়। এছাড়াও দরকার হয় একটি মাইক্রোওভেনের। আর কেকের উপকরণের জন্য ক্রিম, কেকের আকারের পাত্র, স্টিকার প্রভৃতি কেনার দরকার হয়ে পড়ে। আবার কেক তৈরির কোর্স নানান ইনস্টিটিউট থেকে করা যেতে পারে। কেকের ব্যবসাটি যখন আস্তে আস্তে বড় হবে তখন ফুড লাইসেন্স করতে হবে। এই ব্যবসাটি করে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভ করা যেতে পারে।Business Idea Small Investment

Written by Nupur Chattopadhyay

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment

wb govt job recruitment

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

 

জরুরি নথিপত্র সমূহ : 

1. আবেদন পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড

4. বাসিন্দা প্রমাণ

5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)

6. বিবাহের প্রমাণ

7. অভিজ্ঞতা ( যদি থাকে)

8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস

 

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।

 

আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।

 

পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী

 

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।

 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।

 

মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা

 

আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

অফিসিয়াল নোটিশ :ডাউনলোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now