BANK JOB

Bandhan Bank এ জেলায় জেলায় চাকরির সুযোগ, এই ভাবে আবেদন করে ফেলুন -জানুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত

Published by
Sarkari GJ

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন সুসংবাদ। এবার বেকার প্রার্থীদের জন্য বন্ধন ব্যাংকে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। আবেদন করলে পেতে পারেন এই দারুণ সুযোগ। রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে ছেলে ও মেয়ে সকলে সুযোগ নিতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা বন্ধন ব্যাংকের নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। Bandhan Bank Job Recruitment

 

যে সমস্ত বিভাগে শূন্যপদ রয়েছে তা নিচে উল্লেখ করা হলো  :

নিচে শূন্যপদ গুলি উল্লেখ করা হলো –

  • 1. প্রশাসন
  • 2. কৃষি ব্যবসা
  • 3.Analytics/BIU/কর্পোরেট কৌশল
  • 4.অডিট
  • 5.ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা
  • 6. শাখা ব্যাংকিং
  • 7. কমপ্লায়েন্স
  • 8. কর্পোরেট বেতন
  • 9. কর্পোরেট পরিষেবা
  • 10.ডিজিটাল ব্যাংকিং
  • 11. অর্থ ও হিসাব
  • 12. হাউজিং ফাইন্যান্স
  • 13. মানবসম্পদ
  • 14.IT
  • 15.আইনি/ভিজিল্যান্স
  • 16.বিপণন
  • 17.মাইক্রো ব্যাংকিং
  • 18.অন্যরা
  • 19. খুচরা সম্পদ
  • 20. ঝুঁকি
  • 21.এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং
  • 22. ট্রেড ফাইন্যান্স
  • 23. কোষাগার
  • 24. পাইকারি ব্যাংকিং

 

আবেদন করতে যোগ্যতা সমূহ ( Bandhan Bank Educational Qualification) :

 Bandhan Bank Career এর সংশ্লিষ্ট কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা হয়ে থাকবে। এক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করতে পারেন তবে একবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে যোগ্যতা যাচাই করে নিবেন । এক্ষেত্রে শূন্যপদ এবং তার সঙ্গে উপযুক্ত যুক্ত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে।

 

প্রার্থীর বয়স সীমা ( Age Limit) :

 বন্ধন ব্যাংক কেরিয়ার এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বয়স সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তবে নূন্যতম 18 বছর বয়স থাকা আবশ্যিক যে চাকরির জন্য। তবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে নিবেন।

 

বন্ধন ব্যাংকে আবেদন প্রক্রিয়া ( Bandhan Bank Application Process) :

যে সকল বেকার প্রার্থীরা বন্ধ ব্যাংকের উপরোক্ত পদ গুলিতে  নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, তাদে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র বা বায়োডাটা জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে সর্বপ্রথমে সংশ্লিষ্ট (Bandhan Bank Career) অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তার আগে অবশ্যই একটি পরিপূর্ণ  বায়োডাটা বা সিভি প্রস্তুত করে রাখতে হবে এবং এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে বায়োডাটা টি আপলোড করতে হবে। এই ভাবে আবেদন সম্পন্ন করতে হবে।

 

যে সকল বেকার  প্রার্থীরা সফল ভাবে আবেদন করবেন তাদের যোগ্যতা অনুযায়ী পদ খালি থাকলে, ওই ব্যাক্তির সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে যোগাযোগ করা হতে পারে। অবশ্যই যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নিবেন ( বন্ধন ব্যাংকের অফিসিয়াল আপডেট ছাড়া অন্য কোনো প্রতারণার ফাঁদে পরবেন না)। সবকিছু যাচাই করার পরে প্রার্থীকে প্রশিক্ষণ দিয়ে সংশ্লিষ্ট পদে নিযুক্ত করা হবে। তাই অবশ্যই নিজ দায়িত্বে সমস্ত তথ্য যাচাই করে নিবেন।

বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিবেদন রচনা করা হল। আবেদন করার পূর্বে Bandhan Bank Career এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন। নিজে যাচাই করে বিস্তারিত জেনে নিবেন –

আজকের প্রতিবেদনে যে আপডেট সম্পর্কে আলোচনা করা হয়েছে তা সংক্ষিপ্ত। যদি আপনি এই উপরোক্ত আলোচনা থেকে নিজেকে আগ্রহী মনে করেন তাহলে আগে বিস্তারিত জেনে নিবেন। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা যদি অফিসিয়াল নোটিশ থাকে তাহলে তা পড়ে নিতে হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সোর্স থেকে খবর আপলোড করে থাকি। চাকরির খবরের পাশাপাশি, বিভিন্ন ধরনের প্রকল্পের খবর সহ ব্যবসা ও দৈনন্দিন বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও Whatsapp গ্রুপে বিভিন্ন ধরনের খবর সবার আগে শেয়ার করা হয়। তাই আপডেট থাকতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Official Website https://bandhanbank.com/
Online Application Click Here
Sarkari GJ

Recent Posts

রাজ্যে একাধিক গ্রুপ সি কর্মী নিয়োগ, জেলায় চাকরির পোস্টিং – WB Govt DM Office Recruitment

WB Govt DM Office Recruitment : রাজ্যের ফের গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের…

December 18, 2024

রাজ্যে University তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শুধু ইন্টারভিউ দিয়ে সুযোগ – WB University JRF Recruitment

WB University JRF Recruitment : রাজ্যের বিশ্ববিদ্যালয় চাকরির দারুন সুযোগ। এবার রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে…

December 13, 2024

UBKV Job Recruitment : কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে সুযোগ, বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের…

October 21, 2024

বেকারদের জন্য মমতার দারুণ প্রকল্প! ঘরে বসে ১৮-৪৫ বছর বয়সীদের মাসিক ভাতা দিচ্ছে সরকার –

  বর্তমান দেশ তথা রাজ্যের প্রধান সমস্যা বেকারত্ব। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও কর্মসংস্থান নেই। ‌…

October 20, 2024

বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প।…

October 19, 2024

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই…

October 18, 2024

This website uses cookies.