মাসিক বেতন 19 হাজার, পোস্ট অফিসে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি-Post Office Recruitment

 পোস্ট অফিসে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতীরা পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।Post Office Recruitment

 

 

পদের নাম : গ্রুপ সি নন গেজেটেড পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে।

মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে 19,900 থেকে 63,200 টাকা।

যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : প্রথমে কম্পিটিটিভ ট্রেড টেস্ট নেওয়া হবে। ট্রেড টেস্ট এর তারিখ, সময় ও স্থান এবং সিলেবাস এর যাবতীয় আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি : অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন পত্রের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।

আবেদন পত্র জমা করার ঠিকানা : „The  Manager, Mail Motor Service, No.4, Basaveshwara Road, Vasanth Nagar, 
Bengaluru-560001‟

আবেদন পত্র জমার তারিখ : 05/08/2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

Official Notice Download

Official Website

Join Telegram Channel : Click Here

Leave a Comment