বছরে ১০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার! এই প্রকল্পে নাম লিখান এখনই – WB Govt Scheme

Wb govt scheme

রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী (Samudra Sathi) প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে ২ কিস্তিতে ৫ হাজার টাকা করে মোট ১০,০০০ টাকা প্রদান করবেন। রাজ্যের সকল যোগ্য ব্যক্তিরা এখানে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের সমুদ্রসাথী প্রকল্প সমন্ধিত বিস্তারিত তথ্য জানানো হলো।WB Govt Scheme

আপনি সমুদ্রের সাথী প্রকল্পের মাধ্যমে ১০,০০০ টাকার সুবিধা পেতে চাইলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। সমুদ্র সাথী প্রকল্প আসলে কি, কারা আবেদন জানাতে পারবেন, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি তথ্য তুলে ধরা হলো।

সমুদ্র সাথী প্রকল্প:-

সমুদ্র সাথী প্রকল্পটি মূলত বাংলার মৎস্য জীবীদের উদ্দেশ্যে চালু করেছেন রাজ্য সরকার। মূলত বছরের নির্দিষ্ট কিছু মাস মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে নামতে পারেন না। ‌ সেই কয় মাস সমুদ্রে নিষেধাজ্ঞা জারি থাকে। যেহেতু জেলেদের মৎস্য আহরণ মূল পেশা তাই এই মাস গুলোতে তাদের ইনকামের কোন মাধ্যম থাকে না। তাই জেলেরা আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হন। এই সব দিক লক্ষ রেখে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য বিশেষ এই প্রকল্প চালু করেছে। WB Govt Samudra Sathi Scheme

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দ্বারা এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে। মূলত 15 এপ্রিল থেকে 15 জুন পর্যন্ত এই দুই মাস যেহেতু জেলেরা মৎস্য সংগ্রহ করতে সমুদ্র যেতে পারবে না তাই এই দু মাস তাদের জন্য ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হবে।

প্রকল্পের সুবিধা:-

সমুদ্র সাথী প্রকল্পে আবেদনকারী মৎস্যজীবী একাধিক সুবিধা পেয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হলো আর্থিক সহায়তা প্রদান। মৎস্যজীবীরা যে দু’মাস মৎস্য আহরণ থেকে বিরত থাকেন সেই দুমাস এই প্রকল্পের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা পাবেন। এছাড়াও এই প্রকল্পের অধীনে মৎস্যজীবীদের অন্যান্য সহায়তা প্রদান করা হয়। সমুদ্র তীরবর্তী জেলা গুলিতে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলেরা মূলত এই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে ২ লক্ষ জেলে সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে সুবিধা গুলো পাচ্ছেন।

আবেদন যোগ্যতা:-

মৎস্য সাথী প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকার জেলেদের কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। যেমন-

  • ১. আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২. আবেদনকারী কে অবশ্যই একজন নিবন্ধিত‌ জেলে হতে হবে।
  • ৩. আবেদনকারীর জেলের কমপক্ষে বয়স ২১ বছর হতে হবে।
  • ৪. একমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার জেলেরা এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:-

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য কোন অফিসিয়াল ওয়েবসাইট উপলব্ধ নেই। আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরকারি ক্যাম্পে বা ব্লক ডেভেলপমেন্ট অফিসের (BDO) মাধ্যমে আবেদনের ফর্ম পাবেন। অফলাইনে ফর্মটি নেওয়ার পর ভালোভাবে সেটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত ফর্মটি পুনরায় উক্ত স্থানে জমা করতে হবে।

Jio Diwali Free Offer: টানা 3 মাস পাবেন ফ্রী ইন্টারনেট, সুযোগ পেতে বিস্তারিত পড়ুন

 

আবশ্যিক নথিপত্র:-

নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-

  1. • আবেদনকারীরআধার কার্ড।
  2. • রাজ্যে স্থায়ী বসবাসের প্রমাণ।
  3. • আবেদনকারীর মৎস্য নিবন্ধন কার্ড।
  4. • সাম্প্রতিক সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক।
  5. • সক্রিয় একটি মোবাইল নম্বর।
  6. • আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

সমুদ্রের সাথী প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হেল্পলাইন নাম্বার অথবা ইমেইল আইডিতে সরাসরি যোগাযোগ করতে পারেন।

সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই – Central Government Scheme

আজকের প্রতিবেদনে যে আপডেট সম্পর্কে আলোচনা করা হয়েছে তা সংক্ষিপ্ত। যদি আপনি এই উপরোক্ত আলোচনা থেকে নিজেকে আগ্রহী মনে করেন তাহলে আগে বিস্তারিত জেনে নিবেন। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা যদি অফিসিয়াল নোটিশ থাকে তাহলে তা পড়ে নিতে হবে।

 

অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সোর্স থেকে খবর আপলোড করে থাকি। চাকরির খবরের পাশাপাশি, বিভিন্ন ধরনের প্রকল্পের খবর সহ ব্যবসা ও দৈনন্দিন বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও Whatsapp গ্রুপে বিভিন্ন ধরনের খবর সবার আগে শেয়ার করা হয়। তাই আপডেট থাকতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now