সুখবর! মাসে মাসে পাবেন 5,000 টাকা, কেন্দ্রের এই যোজনায় নাম লিখান এখনই - Central Government Scheme

মাত্র ৭ টাকার বিনিময়ে মাসিক মোটা টাকার পেনশন। এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকেই আবেদন করুন ভারত সরকারের এই পেনশন যোজনায়।

এই অটল পেনশন যোজনার মাধ্যমে মাত্র ৭ টাকা জমা করে ৬০ বছরের ঊর্ধ্বে গিয়ে আপনি বসে বসে ৫ হাজার টাকার পেনশন পাবেন।

• আবেদন পদ্ধতি :- অটল পেনশন যোজনা (Atal Pension Yojan) অংশগ্রহণ করতে আপনারা আপনার নিকটবর্তী ব্যাংকের শাখা, আর্থিক প্রতিষ্ঠান, পোস্ট অফিস যোগাযোগ করতে পারেন।

• প্রয়োজনীয় নথিপত্র :- কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনায় অংশগ্রহণকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল- – ১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নাগরিকের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড আবশ্যিক। – ২. যেকোনো ব্যাংক শাখায় অথবা পোস্ট অফিসে আবেদনকারীর একটি বৈধ একাউন্ট থাকতে হবে। – ৩. আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, যেখানে sms মাধ্যমে আপনার একাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। – ৪. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আবশ্যক।

২০১৫ সালে চালু হওয়া পেনশন যোজনায় বর্তমানে ভারতবর্ষের কোটি কোটি জনগণ অংশগ্রহণ করেছেন। বেশ কিছু ব্যাক্তি পেনশনের মেয়াদ শেষ হওয়ায় পেনশনের সুবিধা পাচ্ছেন।