• প্রয়োজনীয় নথিপত্র :- কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনায় অংশগ্রহণকারীর প্রয়োজনীয় নথিপত্র গুলি হল- – ১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নাগরিকের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড আবশ্যিক। – ২. যেকোনো ব্যাংক শাখায় অথবা পোস্ট অফিসে আবেদনকারীর একটি বৈধ একাউন্ট থাকতে হবে। – ৩. আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, যেখানে sms মাধ্যমে আপনার একাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। – ৪. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আবশ্যক।