আপনি কি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন? তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে। ৩০ হাজার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হতে চলেছে। তবে শুধু ডাকসেবক নয় এর পাশাপাশি রয়েছে পোস্টমাস্টার এবং সহকারী পোস্টমাস্টার পদে নিয়োগ। আগামী ১৫ই জুলাই থেকে পোস্ট অফিসের ডাক সেবক পদে আবেদন করা যাবে। India Post GDS Recruitment
পদের নাম- পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক, পোস্টমাস্টার এবং সহ পোস্টমাস্টার পদে নিয়োগ হতে চলেছে।
শূন্য পদের সংখ্যা– প্রায় ৩০,০০০ শূন্য পদে (Expected) গ্রামীণ ডাক সেবক, পোস্টমাস্টার এবং সহ পোস্টমাস্টার নিয়োগ হতে চলেছে।
বেতন-(India Post GDS Salary)
প্রতিটি ক্যাটাগরির পদের বেতন ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে।
১) গ্রামীন ডাক সেবক এর বেতন প্রতি মাসে- ১২০০০-১৬০০০ টাকা।
২) পোস্ট অফিস শাখার পোস্টমাস্টারের বেতন – ১২০০০-১৬০০০ টাকা।
৩) পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টারের বেতন – ১২০০০-১৬০০০ টাকা প্রতি মাসে।
বয়স– ১৮-৪০ বছর বয়সী সকল প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
যোগ্যতা– (India Post GDS Recruitment Eligibility criteria)
১) গ্রামীন ডাক সেবক – গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে গেলে প্রার্থীদের স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ হতে হবে।
২) পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার – অপরদিকে পোস্টমাস্টারে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে থাকা স্কুল থেকে ক্লাস টেন বা সমতুল্য পাশ হতে হবে।
২)পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার – সরকার স্বীকৃত বোর্ডের অধীনে কোনও স্কুল থেকে ক্লাস টেন বা ম্যাট্রিক পাশ করা প্রার্থীরা সহকারী পোস্টমাস্টার পদে আবেদন জানাতে পারবেন।
কিভাবে আবেদন করবেন (India Post GDS Recruitment Application Process)-
পোস্ট অফিসের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ইন্ডিয়া পোস্টের জিডিএস-র অনলাইন সাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে (India Post GDS Recruitment 2024 Direct Link)। ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে চাকরির ফর্মটি নির্ভুলভাবে ইনপুট করতে হবে। ফর্ম ফিলাপ করা হয়ে গেলে আবেদনের ফিস এবং ডকুমেন্টস জমা করতে হবে।
আবেদনের খরচ-এই চাকরির জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের পরীক্ষার ফিস দিতে হবে ১০০ টাকা এসসি এবং এসটি প্রার্থীদের কোনো মূল্য লাগবে না।Written by Nupur Chattopadhyay
Source:https://bengali.abplive.com/education/india-post-gds-recruitment-2024-application-process-eligibility-criteria-salary-direct-link-to-apply-1079285
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের পৌরসভা দপ্তর। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষেত্রে একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন জানানোর আগে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত জানতে হলে নিচের শেষ পর্যন্ত পড়ুন। WB Govt Job Recruitment
আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনের জানাতে চাই, তাদের এ ক্ষেত্রে অপফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বা আবেদন পত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য সমূহ পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে একটি খামের ভিতর ভরতে হবে। এরপর নিদিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।
জরুরি নথিপত্র সমূহ :
1. আবেদন পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
4. বাসিন্দা প্রমাণ
5. কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)
6. বিবাহের প্রমাণ
7. অভিজ্ঞতা ( যদি থাকে)
8. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মূলত সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন মূল্য : আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না।
পদের নাম : সাম্মানিক স্বাস্থ্য কর্মী
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে।
বয়সসীমা : আবেদনকারীদের বয়স থাকতে হবে নূন্যতম ৩০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা নূন্যতম ২২ বছর বয়সে আবেদন করতে পারবেন।
মাসিক সাম্মানিক : প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৫০০ টাকা
আবেদন জমার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন ২৬ জুলাই ২০২৪ পর্যন্ত।
আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ :ডাউনলোড
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |