খাদ্য দপ্তরে 6000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন প্রচুর -Food Department Reqruitment

 বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। খাদ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদ গুলিতে আবেদন করতে পারবে। বেকারদের জন্য দারুণ সুখবর সরকারি চাকরি করার। যে সকল বেকার যুবক যুবতী খাদ্য দপ্তরে (Food Department) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Food Department Reqruitment 

কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :

1. টাইপিস্ট (Typist) 

2. স্টেনোগ্রাফার (Stenographer) 

3.সহকারি গ্রেড (Assistant Grade)

4. জুনিয়র ইন্জিনিয়ার (Junior Engineer) 

শূন্যপদ : প্রায় 6000 পদে নিয়োগ করা হবে। 

বয়সসীমা : উপরে উল্লেখিত সমস্ত পদের জন্য বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 28 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক বেতন : এক্ষেত্রে প্রত্যেক পদের জন্য বেতন কাঠামো আলাদা আলাদা। তবে সমস্ত পদের ক্ষেত্রে মাসিক বেতন নূন্যতম 22,000 টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন 1 লক্ষ 10 হাজার টাকা। 

আবেদন প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে তারপর খাদ্য দপ্তরে নিয়োগের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারেন অথবা অনলাইন আবেদন লিঙ্ক ক্লিক করে পূরো ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ শেষ হলে ফাইনাল সাবমিট করতে হবে। 

আবেদন করতে জরুরি ডকুমেন্টস : 

1. বয়সের প্রমাণপত্র 

2. জাতিগত সংশয় পত্র 

3. পরিচয় পত্র 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস 

নিয়োগ প্রক্রিয়া : প্রথমে লিখিত পরীক্ষা তারপর স্কিল টেস্ট ও  শেষে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ কিংবা অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন 

Telegram Channel Link : Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment