100 দিনের কাজের দপ্তরে 1278 টি শূন্যপদে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ -MGNREGA Recruitment

100 দিনের কাজের দপ্তরে শতাধিক পদে কর্মী নিয়োগ। ভারতের স্থায়ী বাসিন্দা হলে MGNREGA দপ্তরে সংশ্লিষ্ট চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পের অধীনে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এমনকি সারা দেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে। যে সমস্ত কর্ম প্রার্থীর 100 দিনের কাজের দপ্তর অর্থাৎ MGNREGA দপ্তরে চাকরির সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয়, তাহলে তার শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। MGNREGA Recruitment 

 

পদের নাম : NGNREGA প্রকল্পে কর্মী

মোট শূন্যপদ : 1278 জন কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত কর্মপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও অফিসিয়াল নোটিশ থেকে আরও বিস্তারিত জানতে পারবেন।

আবেদন ফী
: এক্ষেত্রে আবেদন করতে ফী হিসেবে জমা করতে হবে 25 টাকা। সংশ্লিষ্ট উৎস থেকে পাওয়া খবর অনুযায়ী।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে –
1. প্রথমে mgnrega এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
2. এরপর অফিসিয়াল ওয়েবসাইট এ সংশ্লিষ্ট নিয়োগের অনলাইন লিঙ্ক ক্লিক করতে হবে
3. এরপর প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে
4. রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে
5. জরুরি নথিপত্র নির্দেশ মতো আপলোড করতে হবে
6. সবশেষে আবেদন ফী জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

★ আবেদন এখনো শুরু করা হয়নি তবে খুব শীঘ্রই আবেদন গ্রহণ শুরু করা হবে। এক সুসংবাদ মাধ্যমে জানানো হয়, আগস্ট মাস নাগাদ আবেদন গ্রহণ শুরু হতে পারে। তবে আবেদন সম্পর্কে পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। 

Official Website : Download 

 

Join Telegram Channel : Click Here

 

Leave a Comment