বেকার কর্মপ্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। এবার ফের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার পাট শিল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দেশের তথা রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Jute Department Recruitment
কীভাবে আবেদন করতে হবে :
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে এরপর প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর নিচে উল্লেখিত ইমেইল এড্রেসে সফট কপি পাঠাতে হবে এবং অফলাইন মাধ্যমেও আবেদন পত্র জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস স্ক্যান করে জমা করতে হবে :
1. মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের ছবি
5. আধার বা ভোটার কার্ড
6. অভিজ্ঞতা (যদি থাকে)
7. অন্যান্য
আবেদনের শেষ তারিখ : অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 7 জুন 2023 পর্যন্ত।
আবেদন জমা করার ঠিকানা : Secretary, National Jute Board, 3A & 3B Park Plaza 71, Park Street Kolkata, 700016.
ইমেইল এড্রেস : recruitment@njbindia.in
পদের নাম : পাট শিল্পে মার্কেট প্রোমোশন, টেকনিক্যাল, ফাইনেন্স সহ আরও বহু পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে উপযুক্ত বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে। অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 60 হাজার টাকা।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice : Click Here
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here