দীর্ঘ অপেক্ষার পর গ্রামীণ ডাক সেবক( Gramin Dak Sevak Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক পদে জেলায় জেলায় পোস্ট অফিসে ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের রাজ্যে রাজ্যে পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শুধু মাধ্যমিক পাশে জেলায় জেলায় পোস্ট অফিসের বিভিন্ন ব্রাঞ্চে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। Gramin Dak Sevak Recruitment 2023
পদের নাম : গ্রামীণ ডাক সেবক পোস্ট মাস্টার ( GDS Branch Post Master)
শূন্যপদ : 1,2828 টি
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা। এছাড়াও এক্ষেত্রে আবেদন করতে কমপক্ষে 6 মাসের কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা : এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।
কীভাবে আবেদন করবেন : এক্ষেত্রে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।
আবেদন করতে জরুরি ডকুমেন্টস :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র
5. আধার বা ভোটার কার্ড
6. কম্পিউটার সার্টিফিকেট
নিয়োগ প্রক্রিয়া : সাধারণত পোস্ট অফিসের Garmin Dak Sevak নিয়োগের ক্ষেত্রে নিয়োগ করা হবে কোনো পরীক্ষা ছাড়াই। তবে এক্ষেত্রে ডকুমেন্টস ভ্যারিফিকেশন করে সমস্ত কিছু ঠিক থাকলে সরাসরি নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice : Click Here
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here