অষ্টম পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 19,900 টাকা মাসিক বেতন -, Post Office Reqruitment

 চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হওয়া গেল। এবার শুধু এইট (8th) পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় পোস্ট অফিস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী ভারতীয় ডাক বিভাগে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও আরও যাবতীয় বিস্তারিত করা হবে। India Post Office Recruitment 

আবেদন পদ্ধতি—

১. প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩. প্রথমে আবেদনকারীকে সাদা কাগজে টাইপ করে  আবেদন ফর্মের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম—————————— 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—- 

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———- 

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা———— 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ— 

i.  মোবাইল নম্বর————————-

j. ইমেল আইডি ————————-

k. আবেদকারী প্রার্থীর পিতার নাম————— ইত্যাদি উল্লেখ করতে হবে। 

সবশেষে আবেদনকারীকে নিজের সই করে নির্দিষ্ট দিনের মধ্যে ডাক বিভাগ মারফৎ আবেদন পত্র টি জমা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে।

এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

জরুরি নথিপত্র : এক্ষেত্রে জরুরি নথিপত্র হিসেবে নিজের বয়সের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, জাতিগত সংশয় পত্র, আধার বা ভোটার কার্ড, অন্যান্য জরুরি ডকুমেন্টস। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে প্রথমে ডকুমেন্টস ভ্যারিফিকেশন তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ ও প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থেকে যাচাই করে নিয়োগ করা হবে। 

নিচে পদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল –

পদের নাম : এক্ষেত্রে কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমত পদ গুলি সবই হবে গ্রুপ সি লেভেলের নন গেজেটেড। 


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগয়তা অর্জন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে। 

বয়সসীমা : বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। 

মাসিক বেতন :  এক্ষেত্রে মাসিক বেতন 19,900 থেকে 63,200 টাকা দেওয়া হবে।

Official Notice :Download 

Telegram Channel Link : Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment