এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাংকের শাখায় চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে Axis Bank। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য রয়েছে চাকরির দারুণ সুযোগ। রাজ্যের যে কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় আবেদনের যোগ্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন । Axis Bank Recruitment
কী কী পদ রয়েছে :
Data Entry Operator,
KYC Verification Officer,
Back Office Executive
যোগ্যতা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে হলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক ( দ্বাদশ) পাশ করতে হবে বা গ্রেজুয়েট পাশ করতে হবে।
বয়স : প্রার্থীকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন : মাসিক বেতন 14 হাজার 500 থেকে 22 হাজার 500 দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে NCS এর পোর্টালে গিয়ে Apply Now অপশন ক্লিক করে অনলাইনে রেজিষ্ট্রেশন করে রাখতে পারেন। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আবেদন করতে পারবেন। এছাড়াও যোগাযোগ বা নিজের CV মোবাইল নম্বরে WhatsApp করে আবেদন করতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হয়ে থাকে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আমরা NCS পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী খবরের প্রতিরূপ দিয়েছি, চাকরি সম্পর্কে অবশ্যই ভালো ভাবে যাচাই ও নিজ দায়িত্বে আবেদন করবেন।
Official Notice : Download
Official Website : Click Here
Join Telegram Channel : Click Here